কম্পিউটার এর হাতে খড়ি

কম্পিউটার কি জানতে অথবা কম্পিউটার এর হাতে খড়ি নিতে গেলে কম্পিউটার চালনা করার প্রশিক্ষন নেয়া উচিৎ। তবে এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় অন্তত মাধ্যমিক পর্যন্ত গেলেই কম্পিউটার এর হাতে খড়ি শেখা যায়। বিভিন্ন স্কুলের কম্পিউটার বিভাগে ন্যুনতম বেসিক কিছু কম্পিউটার স্কিল বা কম্পিউটার শিক্ষা দেখানো হয়। যেমন কিভাবে কম্পিউটার স্টার্ট বা বন্ধ করতে হয়। কিভাবে রি-স্টার্ট দিতে হয়। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ই এসব কারিকুলামে দেখানো হয়। আজ আমিও কিছুটা উইন্ডোজ চালনা এবং এতে কী কী কাজ প্রাথমিক কম্পিউটার টিপস হিসাবে দেখা যেতে পারে তা নিয়ে আলাপ করছি।

কম্পিউটার এর হাতে খড়ি,  কিভাবে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করবেন

কম্পিউটার যারা কিছুটা অপারেটিং করতে পারেন তারাই এখন এই লেখাটি পড়ছেন বলে আমি মনে করি। তাই কম্পিউটারের যে কোন অ্যাপ্লিকেশন কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় কিংবা কিভাবে সেই অ্যাপ্লিকেশন দিয়ে কাজ চালানো যায় তা নিয়ে কিছুটা আলাপ করি।

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

কম্পিউটার সফটওয়্যার হিসেবে আমরা সাধারনত মাইক্রোসফট অফিস এর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এসব দেখি। এগুলো দিয়ে সহজেই ডকুমেন্ট বা অফিসিয়াল হিসাব নিকাশ করা যায়। এর প্রত্যেকটির আছে ভিন্ন ভিন্ন টুলস বা ফাংশন। এর বাইরেও অনেক সফটওয়্যার লাগে যা আপনাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হতে পারে। যেমন মজিলা ফায়ারফক্স অথবা অন্য কিছু। 

অনেকেই বিজয় কিবোর্ড দিয়ে কম্পিউটারে বাংলা টাইপ করেন। এছাড়াও অন্যান্য ভাল সফটয়্যার আছে যেমন বাংলা কিবোর্ড অভ্র, এটিও আপনাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। তাই কম্পিউটার সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করা শিখতে হবে। যদিও এটা খুবই বেসিক এবং সহজ একটা কাজ।  

কম্পিউটার এর হাতে খড়ি, ফ্রী গেম ডাউনলোড

যারা কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন তারা অবশ্যই ফ্রী গেম ডাউনলোড কিভাবে করতে হয় তা নিয়ে চেষ্টা করেন। এই জন্য আপনাকে অবশ্যই সতর্ক হয়ে ফ্রী গেম ডাউনলোড করতে হবে। ফ্রী গেম ডাউনলোড করতে গিয়ে অনেকেই ম্যালওয়্যার বা স্ম্যামওয়্যার ডাউনলোড করে ফেলেন। 

এছাড়াও উইন্ডোজ ইনস্টল দেওয়ার নিয়ম জানা থাকলে আপনি নিজেই নিজের কম্পিউটারের প্রাথমিক সার্ভিসিং করতে পারবেন। windows 7 দেওয়ার নিয়ম কিংবা উইন্ডোজ ১০ ইনস্টল করার নীয়ম দেখুন- 

কিভাবে উইন্ডোজ ইনস্টলেশন করতে হয়?

এছাড়াও কম্পিউটারের গতি মাঝে মাঝে ধীর হয়ে যায়। এর জন্য গতি বাড়ানোর দরকার হবে।  পড়ুন বিস্তারিত-

কিভাবে কম্পিউটার গতিশীল করা যায়? কম্পিউটার টিপস

উইন্ডোজ এর নানাবিধ কীবোর্ড শর্টকার্ট ব্যবহার করে আপনি কাজের গতি বদলে ফেলতে পারেন। নিচের লিংকে পড়ুন-

কিভাবে কীবোর্ড শর্টকাট দ্বারা কম্পিউটার ব্যাবহারকে অনেক দ্রুততর করে

আশাকরি আপনার কাজে লাগবে। যদি আরো কিছু জানার ইচ্ছে হয় তবে আমাকে লিখুন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন