মোবাইল ফোনে দ্রুত চার্জ

সাধারণত নতুন মোবাইলের চার্জিং নিয়ে তেমন সমস্যা না হলে ও মোবাইলের বয়স একটু বেশি হলে চার্জিং এর সমস্যা দেখা দেয়। ব্যাটারি চার্জ হতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আবার বেশি সময় চার্জ থাকে ও না। তাই  আমাদের জানা প্রয়োজন কিভাবে মোবাইল ফোনে দ্রুত চার্জ করা যায়?

চার্জ করার সময় যা করলে মোবাইলে দ্রুত চার্জ করা যায় তা জেনে নিনঃ

এক.

প্রথমত মোবাইল ফোনটি চার্জ করার সময় আপনি মোবাইলে পাওয়ার সেভিং বা ব্যাটারি সেভিং মোডটি অন করে দিন। এতে মোবাইল ফোনে দ্রুত চার্জ করা যেতে পারে।

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

পাওয়ার সেভিং মোড

দুই.

তারপর যদি সম্ভব হয় তবে মোবাইল ফোনে ফ্লাইট মোডটি অন করে দিন। এতে করে আপনার মোবাইলের সকল প্রকার  আউটগোয়িং(Out Going),  ইনকামিং কল,  ইন্টারনেট, জিপিএস সব কিছুই বন্ধ থাকবে। ফলে মোবাইল ফোন দ্রুত চার্জ হবে।

তিন.

মোবাইল ফোন যে স্থানে চার্জিং করবেন খেয়ার রাখবেন সেই স্থানটি খুব গরম কিংবা খুব ঠান্ডা কিনা। খুব গরম কিংবা খুব ঠান্ডা হলে মোবাইল ফোন চার্জ হতে বেশি সময় নিতে পারে। কারণ, অতিরিক্ত তাপমাত্রায় মোবাইল ফোন ও গরম হয়ে উঠে। ফলে চার্জ হতে অনেক সময় নেয়।

চার.

মোবাইলটি নিয়মিত আপডেট করতে হবে। কারণ,মোবাইল পুরনো হলে এমনিতেই মোবাইলের সকল কার্য স্রো হয়ে যায় তাই নিয়মিত মোবাইল আপডেটের ফলে মোবাইলের ব্যাটারি ও ভালো থাকে। ফলে মোবাইলটি দ্রুত চার্জ হয়।

পাঁচ.

কম্পিউটার কিংবা ওয়ারলেসের সাহায্যে চার্জিং হতে বিরত থাকুন। কেননা এতে মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে।

ছয়.

ভালো মানের ব্র‍্যান্ডের চার্জার ব্যবহার করতে পারেন। এতে মোবাইলটি দ্রুত চার্জ হয়। চার্জার চয়েচ এর ক্ষেত্রে একই ব্র্যান্ড অর্থাৎ মোবাইল ফোন যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের চার্জারও নেয়া উচিৎ।

সাত.

প্লাগ পয়েন্ট হতে মোবাইলট চার্জিং করুন। কারণ এতে মোবাইল ফোনটি খুব দ্রুত চার্জিং হয় এবং অনেক সময় পর্যন্ত চার্জ থাকে।

আট.

সম্ভব হলে মোবাইল ফোনটি বন্ধ রেখে চার্জিং করুন। এতে সকল অপশান বন্ধ থাকায় দ্রুত মোবাইলটি চার্জ হবে।

উক্ত উপায়গুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইলে দ্রুত চার্জ করতে পারেন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন