কীবোর্ড শর্টকার্ট Computer Keyboard Shortcut

একটি কীবোর্ডে ৮৪ থেকে ১০১টি আবার ১০২ টি ও কী থাকে । আমরা ব্যবহারের ভিত্তিতে কীবোর্ডকে ৫ ভাগে ভাগ করে থাকি । যেমন, ১. ফাংশান কী , ২. এরো কী , ৩.আলপা বেসিক কী , ৪ . নিউমেরিক বা লজিক্যাল কী , ৫ . বিশেষ কী । আবার এগুলোকে তিনটি অংশে ভাগ করা যায় । যেমনঃ ১ . বাম পাশের অংশ ,২ . মাঝখানের অংশ ৩ . ডান পাশের অংশ । এতক্ষণ আমরা কীবোর্ডের পরিচিতি সম্পর্কে জেনেছি । এখন আমরা জানবো , কিভাবে খুব সহজে কীবোর্ড শর্টকাট মনে রাখা যায় ?

Computer Keyboard Shortcut মনে রাখার কিছু পদ্ধতি উদাহরন হিসেবে-

মাইক্রোসফট ওয়ার্ড(MS WORD) এ বহুল ব্যবহৃত শর্টকাট সমূহঃ

¤ Ctrl + A :

ডকুমেন্টের সকল কাজ একবারে সিলেক্ট করতে বব্যহার করা হয় ।

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

¤ Ctrl + B :

লেখাকে বোল্ড করতে এটি বব্যহার করা হয় । তবে আগে সিলেক্ট করতে হয় ।

¤ Ctrl + C :

লেখাকে কপি করতে এটি বব্যহার করা হয় । তবে আগে সিলেক্ট করতে হয় ।

¤ Ctrl + D :

Font ডয়ালগ পেতে এটি বব্যহার করা হয় ।

¤ Ctrl + E :

লেখাকে Center পজিশনে রাখার জন্য এটি বব্যহার করা হয় ।

¤ Ctrl + F :

ডকুমেন্টের কোন লেখা বা ওয়ার্ড সার্চ করতে এটি বব্যহার করা হয় ।

¤ Ctrl + G :

Find & Replace ডায়ালগের Go To ট্যাবে যেতে এটি বব্যহার করা হয় ।

¤ Ctrl + H :

Find & Replace ডায়ালগের Replace ট্যাবে যেতে এটি বব্যহার করা হয় ।

¤ Ctrl + I :

লেখাকে ইতালিক ডিজাইন করতে এটি বব্যহার করা হয় ।তবে আগে সিলেক্ট করতে হয়।

¤ Ctrl + J :

এল্যাইনমেন্ট অপশানের Justify এল্যাইন নেয়ার জন্য এবং তা উঠানোর জন্য বব্যহার করা হয় ।

¤ Ctrl + K :

হাইপালিংক বব্যহার করতে এই শর্টকাট বব্যহৃত হয় ।

¤ Ctrl + L :

এল্যাইনমেন্ট অপশানের Left এল্যাইন নেয়ার জন্য এবং তা উঠানোর জন্য বব্যহার করা হয় ।

¤ Ctrl + M :

বাম দিক থেকে পর্যাপগ্রাফ Indent করতে এই শর্টকাট বব্যহৃত হয় ।

¤ Ctrl + N :

নতুন ফাইল খুলতে এই শর্টকাট বব্যহৃত হয় ।

¤ Ctrl + O :

ডকুমেন্ট লাইব্রেরী ওপেন করতে এটি বব্যহার করা হয় ।

¤ Ctrl + P :

কোন ডকুমেন্ট প্রিন্ট করতে এই শর্টকাট বব্যহৃত হয় ।

¤ Ctrl + Q :

প্যারাগ্রাফের ফরম্যাট Remove করতে এই শর্টকাট বব্যহৃত হয় ।

¤ Ctrl + R :

এল্যাইনমেন্ট অপশানের Right এল্যাইন নেয়ার জন্য এবং তা উঠানোর জন্য বব্যহার করা হয় ।

¤ Ctrl + S :

ডকুমেন্ট সেভ করতে এই শর্টকাট বব্যহৃত হয় ।

¤ Ctrl + T :

Left Indent কে হাফ ইঞ্চি করে ডান দিকে সরিয়ে নিতে এই শর্টকাট বব্যহৃত হয় ।

¤ Ctrl + U :

লেখার নিচে আন্ডারলাইন দিতে বা উঠিয়ে দিতে এই শর্টকাট বব্যহৃত হয় ।

¤ Ctrl + V :

কপি বা কাট করা লেখাকে স্থাপন করতে অর্থাৎ Paste করতে এই শর্টকাট বব্যহৃত হয় ।

¤ Ctrl + W :

এটি ফাইলকে Close করতে বব্যহৃত হয় ।

¤ Ctrl + X :

এটির মাধ্যমে লেখাকে কাট করা হয় । তবে লেখাকে আগে সিলেক্ট করতে হয় ।

¤ Ctrl + Y :

কোন কিছু Undu করতে আবার আগের অবস্থায় ফিরে আসতে এই শর্টকাট বব্যহৃত হয় ।

¤ Ctrl + Z :

হারানো লেখা পুনরায় ফিরে পেতে এই কমান্ড বব্যহার করা হয় ।

এইভাবে একটির পর একটি অর্থাৎ সিরিয়াল করে মনে রাখতে চাইলে খুব সহজে কীবোর্ড শর্টকাট মনে রাখা যায় । এবং তা আর সহজে ভুলতে হয় না । এছাড়া ও আরো কতগুলো শর্টকাট রয়েছে যা আমাদের কিভাবে খুব সহজে কীবোর্ড শর্টকাট মনে রাখা যায় ?পার্ট -২ এ আলোচনা করা হবে ।

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন