এন্ড্রয়েড ডিভাইস ম্যানেজার

এন্ড্রয়েড ডিভাইস ম্যানেজার গুগলের একটি ডিফল্ট টুলস যা আপনার ফোনের লোকেশন সহ প্রায় অনেক তথ্যই আপনাকে দিতে পারে। এমন কি আপনার ফোন হারিয়ে যাবার পরেও আপনাকে ফোনে থাকা তথ্য মুছে ফেলার সুবিধা দিয়ে থাকে। চলুন দেখা যাক আমরা কিভাবে এন্ড্রয়েড ফোনে ডিভাইস ম্যানেজার বা ফাইন্ড মাই ডিভাইস অপশন ব্যবহার করবো?

ধরা যাক আপনার ফোন হারিয়ে গেছে। এখন আপনি কী করবেন? এন্ড্রয়েড ফোনে আছে ফাইন্ড এ লষ্ট ফোন ফিচার। এর জন্য আপনার ফোন

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

  •   অবশ্যই চালু অবস্থায় থাকতে হবে
  •  গুগল একাউন্ট এ সাইন ইন করা থাকতে হবে
  • যে কোন ভাবেই হোক ইন্টারনেট থাকতে হবে, ওয়াইফাই অথবা মোবাইল ডাটা কিংবা হটস্পুট
  • গুগল প্লে ভিজিবল হতে হবে
  • লোকেশন ম্যানেজার চালু থাকতে হবে
  • Find My Device অপশনটি চালু থাকতে হবে

কিভাবে ফাইন্ড মাই ডিভাইস অপশন চালু করে? প্রথম স্টেপঃ

আপনার ফোনের সেটিংস [icon name=”cog” type=”s”] অপশনে যান। তারপর ট্যাপ সিকিউরিটি এবং লোকেশন, যদি আপনি সিকিউরিটি এবং লোকেশন না পান তবে ট্যাপ গুগল এরপর সিকিউরিটি। অনেক সময় সিকিউরিটি এবং প্রাইভেসি সেকশনেও থাকতে পারে।

তারপর ট্যাপ ফাইন্ড মাই ডিভাইস। এর পরে চালু করুন Remotely locate this device and Allow remote lock and erase অপশনটি। 

এরপর বের হয়ে আসুন।

লোকেশন অপশন চালু করুন-  দ্বিতীয় স্টেপঃ

আবারো মোবাইল ফোনের সেটিংস [icon name=”cog” type=”s”] অপশনে যান। এরপর Security & Location  [icon name=”chevron-right” type=”s”]  Location এ যান। এবার লোকেশন চালু করুন। বের হয়ে আসুন।

 

ডিভাইস ভিজিবিলিটি চেক করুন- নিচের ঠিকানায় গিয়ে আপনার ডিভাইস ভিজিবিলিটি চেক করুন।

  1. Open play.google.com/settings.
  2. Visibility, এর মধ্যে আপনার ডিভাইসটি নিয়ে নিন।

এবার আপনার ডিভাইসটি খুঁজে বের করুন, শেষ স্টেপঃ

android.com/find লিংকে চলে যান। আপনার গুগল একাউন্ট দিয়ে লগিন করুন। যদি আপনার ফোনটিতে একাধিক ইউজার থাকে তবে মেইন ইউজার বা প্রোফাইল দিয়ে লগিন করুন। এন্ড্রয়েড ডিভাইস ম্যানেজার আপনাকে সাহায্য করবে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে। এখন পর্যন্ত এই ফিচার সবচেয়ে ভাল ফলাফল দেয় এন্ড্রয়েড এর ভার্সন ৮ থেকে।

যদি একাধিক ডিভাইস থাকে তবে নির্দিষ্ট ডিভাইস সিলেক্ট করতে পারেন। প্রত্যেক ডিভাইসের জন্য একই নীয়ম অনুসরন করতে পারেন।

আশাকরি এই পদ্ধতিতে আপনি ফোন হারিয়ে গেলেও তাতে কিছু নিয়ন্ত্রণ নিতে পারেন। এছাড়াও আপনি যদি মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা মেনে চলেন তাহলে অন্তত অনাকাংখ্যিত কিছু ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মন্তব্যসমূহ

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন