নেগেটিভ স্পেস কে অনেকেই হোয়াইট স্পেসও বলে থাকেন। যে যাই বলে থাকুন না কেন ছবিতে নেগেটিভ স্পেস প্রয়োগ করতে পারলে ছবির আবেদন এবং আকর্ষন অনেক গুনে বেড়ে যায়। এই টেকনিক ভাল ফটোগ্রাফারের জানাটা খুব বেশি জরুরী। নেগেটিভ স্পেস মূল সাবজেক্ট এর চেয়ে অনেক বেশি পরিমানে সাদামাটা থাকে যার প্রতি কোনভাবেই দর্শকের আকর্ষন বা দৃষ্টি পড়ে না। নিচের ছবিতে একটি নেগেটিভ স্পেস সহ ছবি দেখতে কেমন হয় তা দেখানো হলো। ফটোগ্রাফী শিখতে আপনি যদি শুরুর দিকে থাকেন তবে এই লেখা আপনার জন্য। যারা এ্যাডভান্সড বা দক্ষ তাঁরা এসব অনেক আগেই জানেন।

নেগেটিভ স্পেস, কিভাবে মোবাইল ফোনে ভাল ছবি তোলা যায়
ছবি: pixabay.com

উপরের ছবিতে পুতুল ছাড়াও যে জায়গাটি রয়েছে তার পরিমান অনেক বেশি যা নেগেটিভ স্পেস হিসেবে পরিচিত। একে অনেকেই হোয়াইট স্পেসও বলেন। এর জন্যই প্রথম চোখ গিয়ে পড়ে পুতুলের দিকে। তারপর অন্যান্য দিকে দৃষ্টি গোছর হয়। সাধারনত কোন ডিজাইনার বা ফটোগ্রাফারের বিশেষ আগ্রহ থাকা দরকার কিভাবে ছবিতে নেগেটিভ স্পেস এর প্রয়োগ করবেন তার উপর। যদি এমন হতো যে শুধু নেগেটিভ স্পেস যুক্ত করলেই একটি ভাল ছবি হয়ে যাবে কিংবা ভাল ডিজাইন হয়ে যাবে তাহলে ধারনাটি ভুল। এর প্রয়োগে অনেক বেশি সতর্ক আর সৃজনশীল না হলে পুরো প্ল্যানিং জলে ভেসে যেতে পারে।

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

কিভাবে ছবিতে নেগেটিভ স্পেস প্রয়োগ করা যায়

ছবি তোলার সময় নেগেটিভ স্পেস সিলেক্ট করুনঃ কোন একটি ছবি তোলার সময় নেগেটিভ স্পেস পরিকল্পিতভাবেই নির্ধারন করা যায়। যদি এমন সব স্থান বা সাবজেক্টের ছবি তুলতে হয় যার বিস্তৃতি খুবই ছোট অর্থাৎ নেগেটিভ স্পেস পজিটিভ স্পেসের চেয়ে কম তবে ক্যামেরার ব্লার অপশন বেছে নিতে পারেন। ফোকাস থাকবে সাবজেক্ট এর উপর।

ছবি এডিট করতে পারেনঃ কোন একটি ছবি হয়ত অনেক সময় তাড়াহুড়োয় তোলা হয়ে গেছে। যার মধ্যে কোন রকমের নেগেটিভ স্পেস নেয়া হয় নি। এর জন্য ফটো এডিটিং এর সহায়তা নেয়া যেতে পারে। দক্ষ ফটোগ্রাফারের দক্ষ ফটো এডিটর না হলেও অন্তত সামান্য কিছু এডিটিং জ্ঞান থাকা চাই। ছবির মধ্যে নেগেটিভ স্পেস যোগ করার জন্য তেমন কঠিন কোন এডিটিং নলেজ দরকার হয় না। ফটোশফে ম্যাজিক টুলস ব্যবহার করেই করা যায়। এর মাধ্যমে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড পালটে ফেলা যায়।

নেগেটিভ স্পেস এর প্রয়োগ
ছবিঃ https://www.pinterest.com/pin/525936062722986031/

ছবির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুনঃ সব সময় এক দিকে তাকিয়ে না থেকে একেক সময় একেক দিকে ছবির ব্যকগ্রাউন্ড নিতে পারেন। উপরের ছবিতে দেখুন পুরো ছবিতেই রয়েছে নেগেটিভ স্পেস। যার জন্য ছবিটি অনেক বেশি আকর্ষনীয় লাগছে।

আশাকরি আপনাদের সবার ছবি তোলা আরো অনেক বেশি কার্যকর হবে। ভাল মানের ফটোগ্রাফারেরা আরো অনেক দিক বিবেচনা করেন। নতুন ফটোগ্রাফার হিসেবে আপনিও নেগেটিভ স্পেস এর ব্যাবহার এবং প্রয়োগ শুরু করতে পারেন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন