ফেইসবুক ম্যাসেঞ্জার আমরা প্রায় সবাই ব্যবহার করি। কিন্তু অনেক সময় ম্যাসেঞ্জার অ্যাপ থেকে লগ আউট করা হয় না। কখনো ফোন চুরি গেলেও তা থেকে ম্যাসেঞ্জার অ্যাপ ইউজ করা যায়। এজন্য আজ জানাচ্ছি কিভাবে যেকোন ফোনে লগিন করা ম্যাসেঞ্জার অ্যাপ থেকে লগ আউট করে বের হতে হয়? ইংরেজিতে বললে(how to log out from messenger)। চলুন জেনে নিই কিভাবে ম্যাসেঞ্জার থেকে লগ আউট করতে হয়।
কিভাবে মোবাইল ফোনে ম্যাসেঞ্জার অ্যাপ লগ আউট করবেন?(how to log out from messenger)
কিভাবে ম্যাসেঞ্জার থেকে লগ আউট করতে হয় তার পর্যায়সমূহঃ
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
১। আপনার ফেইসবুকে লগইন করুন
২। এবার সিকিউরিটি এবং লগিন সেকশনে যান।
৩। এবার Where You’re Logged In এখানে পুরো সব অ্যাপস বা প্ল্যাটফর্ম দেখাবে যেখানে যেখানে আপনি লগিন করে আছেন। নিচের চত্রে দেখুন।
৪। এর নিচের দিকে যেখানে লগ আউত অব অল সেশনস(Log Out Of All Sessions) লেখা আছে সেখানে ক্লিক করে সকল ডিভাইস থেকে লগ আউট করে নিন।
৫। আপনার সুরক্ষা নিশ্চিত করতে নতুন শক্তিশালী একটা পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড দেয়ার জন্য নিচের এই লেখাটি পড়ে দেখতে পারেন।
কিভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরী করবেন? ফেসবুক লগিন এবং জিমেইল একাউন্ট নিরাপদ রাখুন
৬। পাসওয়ার্ড নতুন করে নিশ্চিত হবার পর আপনার আর কোন চিন্তা করার দরকার হবে না, এখন আপনি নতুন কোন ডিভাইস বা ফোন এ ম্যাসেঞ্জার অ্যাপ এ লগিন করতে পারেন।
এভাবেই খুব সহজ কয়েকটি ধাপে ম্যাসেঞ্জার থেকে লগ আউট করতে হয়। আপনার ফেইসবুক এবং ম্যাসেঞ্জার অ্যাপ থেকে লগ আউট করতে কোন সমস্যায় পড়লে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার সময় এই লেখার হেডলাইনঃ “কিভাবে ম্যাসেঞ্জার থেকে লগ আউট করতে হয়” যুক্ত করে দিলে ভাল হয়।
অনেকেই ফেইসবুক ম্যাসেঞ্জার এ হ্যাকিং এর শিকার হন। এসব হ্যাকিং এর কারন অনেক তবে আপনি চাইলে কিছুটা হলেও চিন্তামুক্ত থাকতে পারেন। এর জন্য আপনাকে কিছু পরামর্শ মেনে চলতে হবে। যেকোন কিছু পেলেই তাকে ক্লিক করে হ্যাকারের কাছাকাছি চলে যাবেন না। লিঙ্ক আগে দেখুন, ভিডিও হোক আর যাই হোক তার আগে বিস্তারিত দেখুন। কেন সে আপনাকে পাঠালো তার জন্য তার কাছ থেকে জেনে নিতে পারেন। হ্যাকার অনেক সময় অন্যের আইডি হ্যাক করে সেখান থেকেও পাঠাতে পারে। এসময় মনে রাখবেন তাকে ম্যাসেঞ্জারে কিছু জিজ্ঞেস করলে সে বলবে, হ্যাঁ এই লিংকে ক্লিক করে দাও।
যা কিছুই করেন, আগে নিজের নিরাপত্তার কথা ভাবুন। আপনার বন্ধুদের জানাতে পারেন- কিভাবে ম্যাসেঞ্জার থেকে লগ আউট করতে হয়? তারা যদি হ্যাকিং এর শিকার না হন তবে আপনার একাউন্টের জন্য হুমকি হয়ে দাঁড়ায় না।
Image by kropekk_pl from Pixabay