450x1000 banglakivabe.info 

এর পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে লেখক এবং লেখা প্রতিযোগীতা।

এই প্রতিযোগীতার মুল লক্ষ্য হচ্ছে ক্রিয়েটিভ চিন্তা চেতনার বিকাশ ঘটানো।


বাংলাদেশের যে কোন প্রান্তের যে কোন স্বনামধন্য লেখক কিংবা নব্য লেখক এই লেখা প্রতিযোগীতার সাথে যুক্ত হতে পারবেন। যে সকল বিষয় সমুহ নিয়ে লেখা যাবে তা নিন্মরূপ-

  • টিউটোরিয়াল
  • কল্প কাহিনী
  • লাইফ স্টাইল
  • ক্যারিয়ার গাইড
  • গবেষনামুলক
  • বৈজ্ঞানীক চিন্তা ভাবনা
  • পরামর্শ
  • পারিবারিক সমস্যার সমাধান
  • প্রেমের বিভিন্ন দিক
  • গান , ছড়া, কবিতা, সিনেমা বিষয়ক সুচিন্তিত আইডিয়া
  • সমসাময়ীক

তাছাড়া অন্য যে কোন গঠন্মুলক লেখা যদি খুব দক্ষতার পরিচয় বহন করে তবে তা এই  লেখা প্রতিযোগীতায় অন্তর্ভুক্ত করা যেতে পারে।

 

যে সকল বিষয়ে লেখা যাবে নাঃ

  • পর্নোগ্রাফী
  • রাজনীতি
  • মিথ্যা কিংবা অযৌক্তিক
  • ধর্মীয় অবমাননাকর

সময় কালঃ


সবসময় লেখা গ্রহন করা হবে। টাইম এবং মাস সীমাবদ্ধ নয়।লেখা প্রতিযোগীতা। তাই  লেখা জমা এখন থেকেই।

ফলাফলের তারিখঃ


আমাদের নির্ধারিত ফলাফলের  তারিখ থাকছে প্রতি মাসের দশ তারিখ। এই তারিখের মধ্যে যে কোন দিন ফলাফল ঘোষনা করা হবে। প্রতি মাসের প্রতিযোগীতা শুরু হবে এক তারিখে, ফলাফল পরবর্তী মাসের দশ তারিখের মধ্যে যে কোন একদিন।

বিজয়ী নির্বাচন

বেশ কিছু  নীয়মের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে তা হল – ২০% নম্বর থাকবে সোস্যাল শেয়ারিং এর উপর। অর্থাৎ ফেইসবুক লাইক কিংবা অন্যান্য  শেয়ার যার যত বেশি সে তত এগিয়ে থাকবে। আর ৮০% নম্বর থাকবে তথ্য এবং লেখার মানের উপর। ভাল মানের লেখা হলে কিংবা ভাল মানের কমেন্টস থাকলে এই ২০% নম্বরের পুরোটাই পাওয়া সম্ভব। এভাবেই নির্বাচিত হবেন সেরা লেখক এবং সেরা লেখা।  লেখা যদি মাসের সর্বাধিক সংখ্যা একই লেখকের হয় এবং তার মাঝে একটি সেরা লেখা হয় তবে তিনি সেরা লেখক পুরষ্কার পাবেন । সাথে একটি সেরা লেখা পুরষ্কার থাকছেই।

লেখক কে অবশ্যই আমাদের ফেইসবুক ফেইজের/গুগল ফেইজের ফ্যান হতে হবে।

সতর্কতাঃ নিজে নিজে ভোট প্রয়োগের চেষ্টায় যদি ধরা পড়ে তবে তাহা বাতিল হিসেবে গন্য হবে।

কেবলমাত্র সেসব লেখা প্রতিযোগীতায় স্থান পাবে যা অন্য কোন সাইটে পাবলিশ করা হয় নি। এক্ষেত্রে যদি আপনার নিজস্ব সাইটে প্রকাশিত হয় তবে কোন অসুবিধা নেই। লেখা প্রতিযোগীতা আসন্ন মাসের জন্য দ্রুত লেখা শুরু করুন।

 

 

তাই আর দেরি না করে লিখতে বসে যান।

কিভাবে লিখবেন ? নিচের ভিডিও দেখুন —