কিভাবে ডট ইনফো স্বাধীন লেখকদের বিচরনক্ষেত্র। এখানে লেখকের স্বাধীনতার পাশাপাশি পাঠকের মন্তব্যকেও সর্বোচ্ছ গুরুত্বের সাথে দেখা হয়। তাই পাঠক পাচ্ছেন অনেক বেশি নির্ভরতা আর সন্তুষ্টি।
চাহিদার যেমন শেষ নেই তাই আমাদের পাঠকদের কাছে থেকে আমরা আনলিমিটেড ফীডব্যাক পেতে চাই। আপনার যা মন চায় তাই আমাদের জানান। কিভাবে দেখতে চান আপনার প্রিয় সাইট আমাদের জানান। কিন্তু অবাঞ্চিত কোন মন্তব্য প্রকাশিত লেখার নিচে প্রকাশ হবে না সে বিষয়ে নিশ্চিত করা যাচ্ছে। কেউ যদি এমন মন্তব্য কাউকে আঘাত করে কিংবা আপত্তিকর আক্রমন করেন তবে তার ইউজার আইডি, আইপি এবং সেই মন্তব্য ডিলীট করা হবে। তিনি এই সাইট আর দেখতে পারবেন না।
ব্যাবহারকারীঃ যে কেউ আমাদের সাইটে একাউন্ট খুলে ব্যাবহারকারী হতে পারেন। তবে যদি আমরা মনে করি ব্যাবহারকারী কোন নীয়ম ভংগ করেছেন তাকে মুছে ফেলতে পারি।
লেখকঃ আমাদের সাইটে যারা লেখা জমা কিংবা প্রকাশ করার আবেদন জানান তারাই লেখক। লেখকের জন্য বেশি আপ্যায়ন থাকলেও আমরা লেখক হিসেবে তার গতিবিধির উপর বেশি নজর রাখি। লেখক যে সকল কাজ করতে পারেন না তা হলো-
- কারো অনুমতি ছাড়া তার লেখা হুবহু কিংবা আংশিক কপি করা যাবে না।
- কপি পেষ্ট করা লেখা সাথে সাথে আপনাকে না জানিয়েই মুছে ফেলা হবে।
- গাইডলাইনের বাইরে নিজের মত লিখতে পারবেন না। লেখার জন্য অবশ্যই লেখা সম্পর্কীয় গাইডলাইন ফলো করতে হবে। দেখুন গাইডলাইন।
- লেখক যদি ছদ্মনাম নিতে চান তা তিনি পারেন, তবে আসল নাম এবং যোগাযোগের সর্বোচ্চ প্রমানের জন্য ব্যাংক একাউন্ট নাম্বার দিতে হবে। আমরা সেই একাউন্ট ভেরিফাই করে দেখব।
- লেখক বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষায় লিখতে পারেন না।
লেখাঃ কিভাবে ডট ইনফো শুধু বাংলা ভাষাকেই বেছে নিয়েছে। বাংলাদেশ ছাড়াও যারা অন্যান্য এলাকার আছেন কিন্তু বাংলায় লিখতে পারেন তারাও এখানে লিখতে পারেন।কমেন্ট করার ক্ষেত্রে বাংলা ইংরেজী দেখার বিষয় নয়। শুধুমাত্র মুল লেখা অবশ্যই চলিত বাংলায় লিখতে হবে। সাধুভাষা ব্যাবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই, তবে তা শুধু উদ্ধৃতি কিংবা সূত্রের জন্য করা যেতে পারে। লেখা প্রকাশ উপযোগী হবার জন্য যা করতে হবে-
- লেখা ৩০০ শব্দের বেশি হতে হবে।
- বাংলায় হতে হবে।
- ইংরেজী শব্দের বাংলায় প্রচলিত উচ্ছারনে লিখতে হবে, যেমন কালচার, রেফারেন্স, টিচার ইত্যাদি।
- প্রচলিত ইংরেজি শব্দের বাংলা গ্রহনযোগ্য নয়, তাই সেগুলোকে ইংরেজী শব্দের মধ্যে বাংলা উচ্ছারনে লিখতে হবে। যেমন- চেয়ার শব্দকে কেদারা লেখা যাবে না ইত্যাদি।
- অন্য কারো লেখা কপি করে লেখা যাবে না। নিজের লেখা অন্য কোথাও প্রকাশ হলেও এখানে লেখা যাবে।
- লেখার মধ্যে কোন বিজ্ঞাপন কিংবা, অন্য কোন রেফারেল লিংক দেয়া যাবে না। লেখা অবশ্যই পুরো লিখতে হবে,
বিস্তারিত পড়ুনলিখে নিজের সাইটে ফরোয়ার্ড করা যাবে না। - লেখা প্রকাশ উপযোগী করার জন্য আমাদের গাইডলাইন পড়ুন।
লেখার বিষয়ঃ আগেই বলা হয়েছে যে কোন বিষয়ে লেখা যেতে পারে । তারপরেও কিছু কঠোরতা আছে। অল্প কয়েকটি বিষয়ের উপর আমাদের কড়া নজর থাকবে। আপনি যদি কখনো ভুলক্রমে অনুমোদন পেয়েও যান তবু আমাদের নজরে আসা মাত্র সেটা আমরা মুছে ফেলব। বিষয়গুলো হচ্ছে-
- পর্নোগ্রাফি, পর্ন জাতীয় কোন কন্টেন্ট।
- চটি গল্প, মোটেই সহ্য করা হবে না
- পর্ন বা মাদকের জন্য পজেটিভ কোন পর্যবেক্ষন প্রকাশ হবে না। তবে নৈতিক জ্ঞান দেবার জন্য এর নেতিবাচক প্রভাব নিয়ে আলাপ করা যেতে পারে।
- মাদকের ব্যাপারে কোন তোষামোদ করা চলবে না।
- লোকাল ব্যাবসা যা কারো (কোন প্রতিষ্ঠানের) সুনাম নষ্ট করতে পারে, সেরকম লেখা যাবে না।
- কারো নামে পর্যালোচনা করা যেতে পারে, তবে নিজের জন্য কোন পর্যালোচনা করা যাবে না।
- ধর্ম নিয়ে বিতর্ক করা যাবে না।
- কোন উস্কানীমুলক তথ্য প্রকাশিত হবে না।
যে কোন লেখাই প্রকাশিত হবে না। স্বতন্ত্রধর্মী লেখা হলেই সেটা প্রকাশ পাবে। তবে মনে রাখবেন- পাঠক যে লেখা পড়ে কিছু হলেও উপকৃত হবেন সেই লেখা গুরুত্বের সাথে প্রকাশিত হবে। কোন ধরনের লেখা প্রকাশিত হবে না তা হলো-
- অসম্পূর্ন লেখা প্রকাশিত হবেনা। তবে তা ড্রাফট হিসেবে রেখে দেয়া হবে।
- ইংরেজীতে লেখা কোন পূর্ন লেখাও প্রকাশিত হবে না। তা মুছে ফেলা হবে।
- ৩০০ শব্দের নিচে কোন লেখা প্রকাশিত হবে না, আপনাকে জানানো হবে, যদি এক সপ্তাহের মধ্যে কোন পদক্ষেপ না পাওয়া যায় তবে তা খসড়া হিসেবে থেকে যাবে।
লেখা সম্পাদনাঃ
আমাদের সাইটে কোন লেখা প্রকাশিত হয়ে গেলে তা আর লেখক কর্তৃক সম্পাদনা করা যাবে না। আপনি যদি মনে করেন যে আপনার লেখা সম্পাদনা করা দরকার তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কোন লেখার কোন অংশ বদলে ফেলতে চান তা লিখে জানান। যোগাযোগের জন্য ক্লিক করুন- যোগাযোগ। লিখুন বিস্তারিত।
লেখা সংরক্ষনঃ
লেখা প্রকাশ কিংবা মুছে ফেলা সহ সবকিছুই নির্ভর করবে সম্পাদকের উপর। সম্পাদক ইচ্ছে করলেই যে কোন লেখা এডিট, ডিলিট কিংবা অপ্রকাশিত করে দিতে পারেন।
প্রকাশিত লেখার জন্য সম্মানীঃ
আমাদের লেখকগনের জন্য কফি কিংবা রিফ্রেশ অফার আছে। আমরা তাই লেখকের লেখা প্রকাশিত হবার সাথে সাথেই তাঁকে অফারটি গ্রহন করতে বলছি। সাধারনত সম্মানী ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেয়া হয়। ৫০০টাকার কম হলে ট্রান্সফার করা হয় না। তা আপনার ফান্ডে জমা করে রাখা হয়। যে কোন সময় ৫০০টাকা হলেই আপনি উইড্র রিকোয়েষ্ট করতে পারেন। বিদেশে অবস্থানরত যারা আছেন তারা গিফট বাউচার নিতে পারেন। আপনার প্রোফাইল এ নিজ নামে ব্যাংক একাউন্ট থাকাটা আবশ্যক। আমরা আপনার সাথে লেনদেন করার ক্ষেত্রে ব্যাংক একাউন্ট ব্যাবহার করবো। পেমেন্ট নিয়ে কোন আপত্তি থাকলে আমাদের লিখে জানান।
যোগাযোগঃ
আমাদের সাথে যোগাযোগ পাতার মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনার কোয়েরি পাবার সাথে সাথে আমরা চেষ্টা করব আপনার কাছে ইমেইলে ফিরে আসতে। যদি ইমেইলে ১২ ঘন্টার মধ্যে কোন উত্তর না পেয়ে থাকেন ফোন করতে পারেন। স্কাইপি দিয়েও যোগাযোগ করতে পারেন। ফেইসবুকের মেসেজ অপশনেও যোগাযোগ করতে পারেন।
বিজ্ঞাপনঃ
আমাদের সাথে যে কোন ভাবেই বিজ্ঞাপনের অফার নিয়ে কাজ করতে পারেন। বিজ্ঞাপন কাষ্টমাজড কিংবা গ্রাহকের চাহিদা মোতাবেক হতে পারে। আমাদের বিজ্ঞাপনী আইডিয়া জানতে ও ব্যাবহার করতে যোগাযোগ করুন।