আমরা জিমেইল কিংবা ইমেইল যখন পাঠানোর তখনই লিখি এবং তা পাঠিয়েও দিই। যদি এমন হতো, অনেকগুলো ইমেইল লিখে রাখলাম আর তা একটি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে প্রাপকের কাছে গেল? ইশ! খুব ভাল হতো। জন্মদিনের উইশ করার জন্য এটা খুবই কার্যকরী। এমন করা যায়, মাইক্রোসফট এর আউটলুকে এমন একটি অপশন আছে। এছাড়াও যারা ইমেইল নিউজলেটার বা ইমেইল মার্কেটিং করেন তাদের বেলায় এমন সুযোগ আছে। ব্যক্তি পর্যায়ে জিমেইল কিছু দিন হলো ইমেইল শিডিউলিং চালু করেছে। আসুন জেনে নেওয়া যাক, কিভাবে জিমেইল একটি নির্দিষ্ট তারিখ এবং সময় এ প্রেরণ করবেন?
আপনি যদি এখনো কোন জিমেইল আইডি না খুলে থাকেন তবে পড়ে দেখতে পারেন জিমেইল একাউন্ট কিভাবে খুলবো?
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
কিভাবে জিমেইল করবেন নির্দিষ্ট সময় অনুসরণ করে?
জিমেইল একাউন্ট খোলার পর কিংবা জিমেইল নতুন একাউন্ট করার পর জিমেইল লগিন করুন। আপনি যদি মোবাইল থেকে জিমেইল ব্যবহার করেন তবে নিচের পদ্ধতি অনুসরন করুন।
এন্ড্রয়েড ফোন হলে-
- আপনার ফোন অথবা ট্যাবলেট থেকে জিমেইল এ্যাপ খুলুন
- নিচের ডান দিকে কম্পোজ বাটনে ট্যাপ করুন
- আপনার ইমেইল লিখুন বা তৈরী করুন
- এবার উপরের ডানদিকে, তিনটি ডট যেখানে সেটিতে ট্যাপ করুন
- ট্যাপ Schedule send যে কোন একটি অপশন নির্বাচন করুন
মনে রাখুনঃ আপনি ১০০টি ইমেইল শিডিউল করতে পারবেন
আইফোন বা আই প্যাড হলে-
- আপনার আইফোন অথবা আইপ্যাড থেকে জিমেইল এ্যাপ খুলুন
- নিচের ডান দিকে কম্পোজ বাটনে ট্যাপ করুন
- আপনার ইমেইল লিখুন বা তৈরী করুন
- এবার উপরের ডানদিকে তিনটি ডট যেখানে, ট্যাপ More .
- ট্যাপ Schedule send যে কোন একটি অপশন নির্বাচন করুন
মনে রাখুনঃ আপনি ১০০টি ইমেইল শিডিউল করতে পারবেন
শিডিউল্ড ইমেইল দেখুন এবং তা এডিট করুন
- জিমেইল এ্যাপ খুলুন .
- মেন্যু ট্যাপ করুন, তারপর শিডিউল্ড Scheduled.
- আপনার ইমেইল নির্বাচন করুন এবং তা বাতিল করতে পারেন Cancel send.
- আবার ইমেইল ট্যাপ করুন
- আপনার পরিবর্তন করুন
- এবার উপরের ডানদিকে যেখানে তিনটি ডট আছে সেই মোর এ যান .
- ট্যাপ Schedule send নির্বাচন করুন