মোবাইল ফোনের ক্যামেরা আসার আগে আমাদের নির্ভরতা ছিলো শুধুই ক্যামেরা। এখন অনেকেই শুধুমাত্র মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করেই ভাল মানের ছবি তুলছেন। এর গ্রহনযোগ্যতা দিন দিন বাড়ছে। মোবাইল ফোন দ্বারা ছবি তোলেন সবাই। কিন্তু কিছু ভুল কাজ কিংবা আইডিয়া না থাকার কারনে সেই ছবিগুলো ভাল ছবি হয়ে উঠতে পারে না। আজ আলাপ করছি কিভাবে মোবাইল ফোন দ্বারা ভাল ছবি তোলা যায়। আশাকরি সবার কাজে লাগবে। উল্যেখ্য, আমি নিজেই ভাল ছবি তুলতে পারি না। তাই তথ্যগুলো ফটোগ্রাফারের নোট থেকে নিয়েছি নিজেও যেন অনুশীলন করতে পারি।
কিভাবে মোবাইল ফোন দিয়ে সবচেয়ে ভাল ছবি তোলা যায়?
গ্রিড লাইন ব্যাবহার করুনঃ ফোনের ক্যামেরা সেটিংস এ গিয়ে এডভান্সড অপশন থেকে কিংবা অনেক ফোনের সাধারন মেন্যু থেকেই গ্রিড লাইন অন করা যায়। গ্রিড লাইন ব্যাবহার করলে ছবির মধ্যে দৃশ্যমান বস্তুগুলি একটা নির্দিষ্ট জায়গা পাবে। মোবাইল ফোন দ্বারা ভাল ছবি তোলার জন্য গ্রিড লাইন ফলো করা জরুরী।
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
সনি ফোনের ক্যামেরা গ্রিড সেটিংস অন করা দেখানো হলো।মোবাইল ফোন দ্বারা ভাল ছবি তোলা যাবে যখন এমন করে গ্রিড দেখে ছবি তোলা হবে।
গ্রিড চালু করার পর ছবি ওঠানোর সময় নিচের মত করে দেখা যাবে-
উপরেরে ছবিতে দেখা যাচ্ছে গ্রিডের মধ্যেকার ছবির অংশগুলো। যে অংশটুকু ভাল দেখতে চাই তা নিয়ে গুরুত্ব দেয়ার সুযোগ রয়েছে।
যে কোন একটি সাবজেক্ট ফোকাস করুনঃ ছবির মধ্যেকার অনেক উপাদান থাকে। এর মধ্যে সবদিকে মরিয়া হয়ে লাভ নেই। কোনটাই ভাল হয় না। এক দিকে সিরিয়াস হোন। যে কোন একটি বেছে নিন। তার দিকে নজর রেখে কাজ করুন। তাহলে ছবি ভাল আসবে। যখন আপনি ছবিটি তুলছেন তখন অবশ্যই আপনার এডিট বা ক্রপ করার সুযোগ থাকছে। ফোকাস অনুযায়ী ছবি এডিট করতে পারেন।মোবাইল ফোন দ্বারা ভাল ছবি তোলা সহজ হবে যদি একটি সাবজেক্ট ফোকাস করা হয়।
নেগেটিভ স্পেস ঠিক রেখেও মোবাইল ফোন দ্বারা ভাল ছবি তোলা যায়
ছবির মধ্যেকার স্পেস বাড়িয়ে মূল অবজেক্টকে আরো বেশি আকর্ষনীয় করে তোলা সম্ভব। নেগেটিভ স্পেস হতে পারে মূল ছবির আশেপাশের কোন খোলা জায়গা কিংবা দেয়াল অথবা মাঠ। কোন ব্যাক্তি বা মানুষের ছবি তোলার সময় যদি আশেপাশের নেগেটিভ স্পেস এর আধিক্য বেশি থাকে তখন ছবির শুরুতেই চোখ গিয়ে পড়বে কাংখ্যিত ব্যক্তির দিকে।
ছবির মূল ফ্রেমটিকে তিন ভাগে ভাগ করে এক ভাগ মূল অবজেক্ট আর দুই ভাগ নেগেটিভ স্পেস রাখার নীয়মটি জনপ্রিয়। নিচের ছবিটি সেরকমই একটা উদাহরণ।
এছাড়াও আরেকটি উদাহরন দেখুন নিচের ছবিতে-
ভিন্ন অবস্থান খুঁজে বের করলে মোবাইল ফোন দ্বারা ভাল ছবি তোলা সহজ হয়
ছবির অবস্থান যদি ব্যতিক্রম হয় তবে তা হয়ে ওঠে খুবই কার্যকরী আর আকর্ষনীয়। আশেপাশে বা চারপাশে যদি এমন কিছু অবস্থান পাওয়া যায় যা ছবির অবজেক্ট কিংবা সাবজেক্টকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে। এমন কিছু উদাহরণ নিচে দেয়া হলো। ভিন্ন অবস্থান মোবাইল ফোন দ্বারা তোলা ছবিকেও অনেক সুন্দর দেখাতে পারে।
প্রথমটি অনেক উঁচু থেকে তোলা ছবি আর দ্বিতীয়টি একেবারে নিচ থেকে তোলা ছবি। আপনিও এপ্লাই করে দেখতে পারেন।
রিফ্লেকশন হতে পারে মোবাইল দ্বারা ভাল ছবি তোলার আরেকটি উপায়
রিফ্লেকশন নিয়ে খেলা করা যেতে পারে। ছবির রিফ্লেকশন থাকাটাও একটা আকর্ষন। যেমন নিচের ছবিটিতে দেখা যাচ্ছে। মোবাইল দ্বারা ভাল ছবি তোলার সময় যদি কোন রিফ্লেকশন আশেপাশে থাকে তবে তা কভার করা উচিৎ।
এই দুটি ছবিতেই রিফ্লেকশন ভাল কাজ করেছে। একে ব্যাবহার করতে পারা ভাল ফটোগ্রাফারের কাজ।
এই ছবিতেও গাড়িটির একটি সুন্দর রিফ্লেকশন দেখা যাচ্ছে। এর জন্য ছবির আবেদন অক্ষত আছে।
রিপিটেড প্যাটার্ন সমূহ আমলে নিলেও মোবাইল দ্বারা ভাল ছবি তোলা যায়
পূনঃরাবৃতি আছে এমন অবজেক্ট বা সাবজেক্ট কে বাদ না দিয়ে পুরোটাই কভার করলে তাকে বলছি রিপিটেড প্যাটার্ন। এই নীতিতে মোবাইল ফোন দ্বারা ছবি তোলা আকর্ষনীয় করা যায়। নিচে আমি দু’টো উদাহরণ দিচ্ছি।
ছবিটিতে দেখুন প্যাটার্নের যথেষ্ট উপাদান লক্ষ্যনীয়।
এছাড়াও আরো কিছু নীয়ম আছে যেমন জুম না করা, এবং হাত না কাঁপিয়ে সঠিক স্কেল অনুযায়ী ফ্রেম এর অবস্থান ঠিক করা।
মন্তব্যসমূহ