মোবাইল ফোনে গুগল কিপ, মোবাইল ফোনের উপকারিতা

মোবাইল ফোনে গুগল কিপ এ্যাপ ব্যবহার করা অনেক সহজ একটি কাজ। অনেকেই হয়ত এর ব্যবহার করছেন। যারা করছেন না তাদের জন্য এই লেখাটি কাজে লাগতে পারে। অনেকেই আবার Any Do, Evernote এসব ব্যবহার করছেন। যারা কোন একটা ব্যবহার করছেন তাদের জন্য গুগল কীপ (Google Keep) একটি টুল মাত্র। এর ব্যবহার হতে পারে আপনার ভুলে যাওয়া রোগের ঔষধ। মোবাইল ফোনের উপকারিতা বলতে গেলে আসুন খুব দ্রুত জেনে নেয়া যাক মোবাইল ফোনে গুগল কিপ দিয়ে আমরা কী কী করতে পারি।

ইনস্টলঃ কিভাবে গুগল কিপ(Google Keep) ইনস্টল করে ব্যবহার করবেন?

আপনার এন্ড্রয়েড ফোনে এখনো যদি এ্যাপ ইনস্টল করা না থাকে তবে নিচের লিংক থেকে ইনস্টল করে নিন। এছাড়াও আপনি চাইলে  https://keep.google.com/ এ গিয়ে জিমেইল একাউন্ট এর মাধ্যমে লগিন করেও সেবাটি নিতে পারেন।

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

https://play.google.com/store/apps/details?id=com.google.android.keep

ব্যবহারঃ কিভাবে মোবাইল ফোনে গুগল কিপ(Google Keep) ব্যবহার করবেন?

মোবাইল ফোনে গুগল কিপ (Google Keep) ব্যবহারের নীয়ম অনেক সহজ। হোম স্ক্রীন বা গুগল ফোল্ডার থেকে গুগল কিপ চালু করুন। এর পর নতুন একটি নোট লিখুন। এক্ষেত্রে Take a note টাচ করে শুরু করতে পারেন। এর সুবিধা হচ্ছে তা চেকবক্স সহ নোট লিখতে শুরু করায়। চেক বক্স এর আরেকটি সুবিধা হচ্ছে যখনি আপনি কোন লিষ্টেড টপিক শেষ করবেন তা চেকড করে সম্পন্ন করে ফেলা যায়।

মোবাইল ফোনের উপকারিতা কী কী হতে পারে যদি গুগল কীপ ব্যবহার করেন

ধরুন আপনার বাজারের লিষ্ট করতে গেলেন নিচের মত করে- তখন আপনি কিছু লিখতে গেলে আপনাকে সাজেশন করে দেখাবে কী লিখতে চাচ্ছেন। আপনি আপেল লিখতে চাইলে অটোমেটিক সাজেশন বক্স দেখালে সেখান থেকে নিয়ে নিয়ে লিষ্ট পূর্ন করুন। তারপর যখন বাজারে গেলেন, তখন আবার যখন এক একটা কেনা শেষ হবে তার সাথের চেকবক্স টাচ করুন। কাজটি সম্পন্ন দেখাবে।

গ্রোসারী লিষ্ট

নিচের চিত্রের মাধ্যমে আরেকটু ধারনা নিন।  দেখুন চিত্রের মধ্যে দুইটি সম্পন্ন কাজ সবার নিচে কেটে দেয়া দেখাচ্ছে। মোবাইল ফোনে গুগল কিপ আপনার বাজার কিংবা নিত্য দিনের নানান কাজের তালিকা তৈরী কিংবা এর দিকে নজর রাখতে সহায়তা করে।

সম্পন্ন লিষ্ট, গুগল কিপ

এছাড়াও আপনি যদি কখনো ভুলে যান কোন কিছু করতে মোবাইল ফোনে গুগল কিপ থাকলে তাতে এলার্ম দিয়ে রাখা যায়। আপনার যে কোন লিষ্ট সেই এলার্ম অনুযায়ী কাজে মনোযোগ দিতে পারবেন। ধরুন আপনি ঔষুধ কিনবেন বলে বের হয়েছেন। কিন্তু মনে না থাকা আপনার প্রতিদিনের স্বভাব। তাহলে এবার এই সমস্যার বিদায় দিন। আপনি যে যে কাজ করবেন কিংবা যে যে ঔষধ কিনবেন বলে ঠিক করেছেন তার একটি তালিকা মোবাইল ফোনের গুগল কিপ এ করে ফেলুন। তারপর নটিফিকেশন বা Add reminder দিয়ে দিন। যখন রিমাইন্ড করার কথা তখনি আপনাকে রিমাইন্ড করতে শুরু করবে।

রিমাইন্ডার দিয়ে রাখুন

ভিডিও টি দেখতে পারেন। এছাড়াও আপনার আরো কিছু জানতে কমেন্ট বক্সে জানান।

মন্তব্যসমূহ

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন