আপনি কিছু তথ্য অবশ্যই জানেন, যে সব তথ্য আপনি জানেন তা কেবল আপনি পর্যন্ত ধরে রাখার মানে নেই। জানানো দরকার সবাইকে। আর এই জানানোর জন্যই এই পোর্টাল চালু করেছে নিখুঁত জানাজানি অভিযান। আপনিও এই পোর্টালে যোগ দিন। নিজে যা জানেন তা হয়তো অনেকেই জানেন না। তথ্য শেয়ারিং এর জন্য আমাদের আপ্রান চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও ভাল মানের তথ্যবহুল লেখার জন্য থাকছে আকর্ষনীয় কিছু সম্মানী।
kivabe.info তে কিভাবে লিখবেন?
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
তেমন কোন জুট ঝামেলা ছাড়াই আপনি লিখতে পারেন। এই সাইটে লিখে আপনি খুব সহজে আপনার পাঠক তৈরি করে ফেলতে সক্সম হবেন। এছাড়া সোশ্যাল নেটওয়ার্কের সাথে তো অবশ্যই যোগ দিতে পারবেন। লিঙ্ক শেয়ার করে আপানার নিজের ওয়েব সাইটের ব্যকলিংক ও পেতে পারেন খুব সহজেই।
লিখার পদ্ধতিঃ
প্রথমেই লগিন করতে হবে। লগিন করার জন্য আপনি গুগল অথবা ইয়াহু অথবা টুইটারের সাহায্য নিতে পারেন।
আপনি চাইলে নতুন করে নিবন্ধন করে নিতে পারেন। লগিন অথবা নিবন্ধন করার পর আপনি নিচের ধাপ সমুহ ফলো করুন।
নতুন লেখা সিলেক্ট করে একটি নতুন লিখা শুরু করুন।
তারপর প্রকাশনা ক্লিক করুন।
এবার চিত্রের প্রদর্শিত স্থানে শিরোনাম, মিডিয়া(ছবি, ভিডিও, অডিও ইত্যাদি) যুক্ত করুন।
উপরের চত্রানুযায়ী বিভাগ এবং ট্যাগ যুক্ত করুন
যে ছবিটি সবার উপরে এবং সর্বত্র দেখাতে চান সেটাকে এই ফিচার ইমেজ হিসেবে যুক্ত করুন।
সবকিছু ঠিকঠাক হয়ে গেলে পর্যবেক্ষনের জন্যে জমা দিন।
আপনার লেখা ভাল হলে কয়েক ঘন্টার মধ্যেই সেটা প্রকাশিত হবে। মনে রাখবেন ভাল লেখা মানে কিন্তু তথ্যবহুল লেখা। আমরা সবচে’ বেশি গুরুত্ব দেই তথ্যকে।
আপনার লেখাটি এরকম দেখাবে।
আশাকরি এবারে লেখালেখি চালিয়ে যাবেন।
মন্তব্যসমূহ