আইন কানুন

আইন কানুন সম্পর্কে সচেতন থাকা একজন সুনাগরিকের দ্বায়িত্ব এবং কর্তব্য। আইন মেনে চলা কিংবা আইনের সাথে নিজের চালচলনে মিল থাকা ছাড়া আর কোন উপায় থাকে না। তাই আইন কানুন সম্পর্কে সচেতন থাকা জরুরী। বাংলাদেশে অনেক আইন আছে। এর জন্য আইন প্রয়োগকারী সংস্থা আছেন। আছেন আইন ব্যবসায়ী যেমন উকিল। যাদের আয় মোটামুটি মধ্যবিত্তের উপরের দিকে তাঁরা পারিবারিক আইন বিশেষজ্ঞ বা উকিল ঠিক করে রাখেন। তাঁদের সময়ে অসময়ে উকিল/এডভোকেট তাদেরকে সহায়তা বা পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু মধ্যবিত্ত থেকে শুরু করে নিচের দিকের মানুষের জন্য কিভাবে আইনি সহায়তা বা সচেতনতা অনুশীলন করা যায় তার কিছুটা ধারনা দেয়ার চেষ্টা করা হবে।

আইন কানুন সম্পর্কে বিস্তারিত কোথায় পাবেন?

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

কথায় কথায় যদি আপনি আইনজীবি কিংবা পারিবারিক উকিলের সহায়তার কথা ভাবেন তাহলে তাদের যথাযথ ফী প্রদান করার কথাও মনে রাখতে হবে। আইন জানার জন্য সব সময় উকিল বা আইনজীবির চেম্বারে গিয়ে আলাপ করার চেয়ে কিছু নির্ভরযোগ্য সূত্র হতে নিজেই পড়ে জেনে নিন। বাংলাদেশ সরকারের লজ অব বাংলাদেশ বিষয়ক ওয়েবসাইট থেকেও আপনি বিস্তারিত আইন সম্পর্কে জানতে পারেন। এখানে ভলিয়্যুম এবং ধারা সহ খুঁজে বের করা যায়।

সাইটটির ঠিকানা হচ্ছে- http://bdlaws.minlaw.gov.bd/index.php?page=html&language=bangla

এছাড়াও বাংলাদেশের সংবিধান এবং আইন বিষয়ক বই বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যায়। চাইলে আপনি নিজের সংগ্রহে রাখতে পারেন। বাংলাদেশের সংবিধান পড়তে পারেন অনলাইনেও- http://bdlaws.minlaw.gov.bd/bangla_pdf_part.php?id=957

এছাড়াও নিয়মিত খবর এবং মিডিয়ার দিকে নজর রাখলেও আইন কানুন সম্পর্কে ধারনা লাভ করা যায়।

আইন কানুন না মানলে কী কী পরিস্থিতি হতে পারে তা জানুন

যে কোন দেশেই আইন না মানলে বিধি বিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের ক্ষেত্রেও প্রত্যেকটি আইন গুরুত্বপূর্ন যা প্রত্যেক নাগরিককেই পালন করতে হয়। কোন আইন ভংগ করলে তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা কিংবা অন্য কোন ব্যক্তি কর্তৃক তার জন্য মামলা বা মোকদ্দমা দায়ের করতে পারেন। আদালতে দোষ বা অপরাধ প্রমানিত হলে তার জন্য আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

নাগরিক হিসেবে দেশের আইন জানা যেমন কর্তব্য তেমনি আইন পালন করাও আবশ্যকীয়। অন্যথায় আদালতের মুখোমুখি হতে যে কোন নাগরিকই বাধ্য।

অনেক সময় ছোটখাট আইন না জানার জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। জরিমানা সহ জেল কিংবা যেকোন পদক্ষেপ নেয়া হতে পারে।

অনেক দেশেই ছোটখাট অপরাধ যা আমাদের দেশে এখনো আইন হিসেবে ঘোষনা করাও হয়নি তার জন্যেও ইনস্ট্যান্ট/ তাৎক্ষণিক জরিমানার বিধান রয়েছে।

 

বাংলাদেশে এই সপ্তাহেই একটি নতুন আইন খসড়া অনুমোদন করা হয়েছে আর তা হলো- সড়ক পরিবহন আইন-২০১৮(সূত্রঃ ইত্তেফাক)। এই আইন নিজে পড়ে বুঝতে পারলে ভাল কিন্তু না বুঝলেও যে কোন  পরিচিত আইনজীবির কাছ থেকে বুঝে নেওয়া যেতে পারে।

নিজে আইন জানুন এবং অন্যকেও আইন সম্পর্কে ধারনা দিন। বাচ্চাদের ছোটবেলা থেকেই আইন বিষয়ে ধারনা দেয়া শুরু করতে পারেন।

 

এছাড়াও আরো বিস্তারিত কোন পরামর্শ থাকলে কমেন্ট করুন।

এরকম আরো তথ্য যুক্ত করতে আমাদের সাথে যোগ দিন

মন্তব্যসমূহ

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন