মোবাইল ফোনে স্ক্রীণ রেকর্ডিং করার জন্য কিছু কিছু মোবাইলে বিল্টইন এ্যাপস থাকে। তা দিয়ে সহজেই স্ক্রীণ রেকর্ড এবং স্ক্রীনশট তুলে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। কিন্তু যেসব ফোনে স্ক্রীন রেকর্ডার কোন বিল্টইন এ্যাপস নাই সেসব ফোনে কিভাবে মোবাইলে স্ক্রীণ কাষ্ট বা রেকর্ড করবেন? এটা একটা সমস্যা। এন্ড্রয়েড ফোনের জন্য এর একটা সমাধান আছে। গুগল প্লে স্টোরে কিছু এ্যাপস আছে যা আপনাকে এই কাজ সহজ করে দিবে। আসুন জেনে নেই কিভাবে মোবাইল স্ক্রীণ রেকর্ড করবেন।
এ্যাপস খুবই সহজ প্রাপ্য। ফ্রী এ্যাপস এর ক্ষেত্রে দেখা যায় ভিডিওতে তাদের লোগো থেকে যায়। এক্ষেত্রে পেইড এ্যাপস কিনে ব্যবহার করতে পারেন।
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
তবে ফ্রী এ্যাপসের মধ্যে নিচের এ্যাপটি কোন বিজ্ঞাপন ছাড়াই এবং তাদের নিজস্ব কোন লোগো ছাড়াই স্ক্রীণ রেকর্ড কিংবা ক্যাপচার করার সুবিধা দিচ্ছে
উপরের লিঙ্কে ক্লিক করে এখনই নামিয়ে নিন আপনার প্রয়োজনীয় এ্যাপ।
ইউজার গাইডলাইন ও আছে এ্যাপটির পেইজ এর নিচের দিকে।
সব কিছু মিলিয়ে এই এ্যাপটিই ভালো বলে মনে হয়েছে। এখানে বিশেষ সুবিধার মধ্যে ব্রান্ডেড লোগো ভিডিওতে দেখানো যাবে, এছাড়াও চাইলেই নিজের ছবি ফ্রন্ট কিংবা ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করা যাবে স্ক্রীণ এর সাথেই।
আশাকরি বিজ্ঞাপন ছাড়া এবং কোন লিমিটেশন ছাড়াই আপনি স্ক্রীণ রেকর্ডার ব্যাবহার করতে পারবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। অন্য কোন ভাল এ্যাপের সন্ধ্যান থাকলেও কমেন্ট এ জানাতে পারেন।
মন্তব্যসমূহ