মোবাইল ফোন আমরা যেভাবে ব্যবহার করি তাতে সতর্কতা খুব বেশি লাগে না। করোনাভাইরাস এর প্রকোপে এখন একটু আলাদা সতর্কতা দরকার হয়ে পড়েছে। কারন আপনার মোবাইল ফোন থেকেও করোনাভাইরাস সংক্রমনের বিস্তার ঘটতে পারে। এজন্য আসুন করোনাভাইরাসের এই সময়ে মোবাইল ফোন ব্যবহারে কী কী আলাদা সতর্কতা নেয়া যায় সে বিষয়ে দৃষ্টি দেই।

১। আপনার মোবাইল ফোন নিয়মিত এন্টিসেপটিক(ডেটল, স্যাভলন ইত্যাদি) দিয়ে ভেজানো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করুন।

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

২। এন্টিসেপটিক না পাওয়া গেলে সাবান পানি বা সোপি ওয়াটার(Soapy Water) দিয়ে ভেজানো কাপড় দ্বারা একই কাজ চালিয়ে নিতে পারেন।

৩। নিয়মিত হাত ধোয়ার পাশাপাশি নিয়মিত মোবাইল ফোন এবং অন্যান্য গ্যাজেট যা আপনি সারাদিন ব্যবহার করেন তা পরিষ্কার করুন।

৪। মোবাইল ফোনে কভার দেয়া থাকলে সেই কভার খুলেই পরিষ্কার করুন।

৫। এসময় একজনের মোবাইল ফোন অন্যজনে ব্যবহার করবেন না। কেউ চাইলেও দিবেন না। কারন এখন এসব যন্ত্রপাতির মাধ্যমেও ভাইরাস ছড়াতে পারে।

৬। মোবাইল ফোন এ দরকার না হলে যেখানে সেখানে ফেলে রাখবেন না। সব সময় নিজের নজরে রাখুন। কারন আমরা মোবাইল ফোন শরীরের স্পর্শকাতর অঙ্গের সংস্পর্শে বেশিরভাগ সময় নিয়ে থাকি। যেমন কান, মুখ, ঘাড় ইত্যাদির সংস্পর্শে মোবাইল নিয়ে আসা খুবই কমন ঘটনা।

৭। শিশুদের কাছ থেকে মোবাইল ফোন দূরে রাখুন। শিশুরা মোবাইল ফোন মুখে পর্যন্ত দিয়ে দেয়। এমন সময়ে করোনাভাইরাস থেকে শিশুদের বাঁচাতে এমন সতর্কতা নেয়া খুবই জরুরী।

৮। মোবাইল ফোনের সাথে সংযুক্ত অন্যান্য এক্সেসরিজ বা সহযোগী যন্ত্রপাতির জন্য একই নীতি মেনে চলুন। হেডফোন, চার্জার ইত্যাদি।

৯। মোবাইল ফোন কিংবা এর এক্সেসরিজ যতটা সম্ভব দূরে রেখে ব্যবহার করুন। লাউড স্পিকার দিয়ে কথা বলা কিংবা ভিডিও কল দিয়ে দূর থেকে আলাপ করা যেতে পারে।

১০। জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার, সাবান পানি কিংবা এন্টিসেপটিক হাতের কাছেই রাখুন। যদি কোন ধরনের বাড়তি সতর্কতা নিতে হয় তা সহজেই কাজে লাগতে পারে।

করোনাভাইরাস মোকাবেলায় নিজে সুস্থ্য থাকুন, অন্যকেও সুস্থ্য থাকতে সহযোগীতা করুন। সকলের একক চেষ্টায় এরকম পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।

মন্তব্যসমূহ

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন