অনেক সময় এক্সেল ড্রপ ডাউন লিষ্ট করতে হয়। কোন ফর্মে বা চার্টে যদি ড্রপ ডাউন লিষ্ট থাকে তবে তা শুধু সিলেক্ট করেই ফর্মটি সম্পন্ন করা যায়। এর জন্য এক্সেল ড্রপ ডাউন লিষ্ট বা অপশন জানা জরুরী। আজ আমরা অন্তত দুইটি উদাহরন দেখব।
কিভাবে এক্সেল ড্রপ ডাউন লিষ্ট সেট করতে হয়?
এক্সেল এ সে সকল সেল ড্রপ ডাউন এর জন্য নির্দিষ্ট করা হবে পুরো কলাম বা নির্দিষ্ট সেসব সেলকে সিলেক্ট করে নিতে হয়। এরপর মেন্যু থেকে নিচের চিত্রের মত করে প্রথমে ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন ক্লিক করে ডাটা ভ্যালিডেশনের উইন্ডো ওপেন করতে হয়।
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
উইন্ডো ওপেন হলে সেখানে সেটিংস ট্যাব থেকে Allow এ লিষ্ট সিলেক্ট করতে হয়। যদি সেল খালি রাখতে চান তবে ইগনর ব্ল্যাংক দিতে পারেন।
সোর্স বক্সে নির্দিষ্ট কোন ডাটা এরিয়া কিংবা অন্য কোন তথ্যের সেল অথবা কমা দিয়ে হাতের লেখা কিছু অপশন্স দিতে পারেন।
তাহলে মোটামুটি কাজ প্রায় শেষ। এবার ওকে ক্লিক করে কাজ শুরু করুন। তাহলে দেখবেন নির্দিষ্ট সেলগুলোতে নির্দিষ্ট অপশন আসতে শুরু করেছে।
এক্সেল এর জন্য আরেকটি উদাহরন দিচ্ছি। আশাকরি দু’টি উদাহরনই আপনাদের কাজে লাগবে। আরো অন্যান্য তথ্য নিয়ে হাজির হবো অন্য কোন সময়ে। তবে তার আগে আপনাদের কাজে কিছু জিজ্ঞাসা আসে, কিভাবে আপনি এক্সেল ব্যাবহার করেন? প্রতিদিন কোন কোন কাজে এক্সেলের উপর আপনাকে নির্ভর করতে হয়? জানাবেন সোশ্যাল ইনবক্সে কিংবা কমেন্টে। অথবা চাইলে নিচের যে কোন অপশন বেছে নিতে পারেন।
মন্তব্যসমূহ