অনেক সময় কিছু কিছু ওয়েব সাইট বাংলায় হওয়া সত্বেও আপনার ব্রাউজারে তা বাংলায় দেখা যায় না। এর জন্য সেই ওয়েব সাইটের কিছু দোষ যে নেই তা বলবো না, অনেক সাইটের ডেভেলপার বাংলা ফন্ট এনাবল্ড করে দেয় না। যা ফন্ট ফেইস বা গুগল ফন্ট দিয়ে করা যায়। তবে ইউজার হিসেবে এমন কিছু সাইট আপনি হয়ত ভিজিট করতে হতে পারে যা আপনার জন্য জরুরী। কিংবা আপনি হয়ত সব সাইটের লেখা পড়তে চান। এজন্য আপনাকে যা করতে হবে তা খুবই সাধারণ।
আমি খুব সাধারণ নিয়ম দেখাচ্ছি যাতে সবাই পারেন-
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
সবচে পরিচিত এবং ব্যবহৃত বাংলা ফন্ট হচ্ছে সোলাইমানলিপি SolaimanLipi এর ফন্ট কাঠামো অনেক সুন্দর এবং বাস্তবিক বাংলা যা আমরা বই পুস্তকে পাই তার মতোই। এই ফন্ট ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।
আপনার কম্পিউটারের Control Panel => Fonts => ফোল্ডারে গিয়ে সেই ফন্ট কে পেস্ট অথবা ড্রাগ করে ছেড়ে দিলেই কাজ শেষ। এবার আপনার ব্রাউজার নতুন করে চালু করুন।