আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের মুখ থেকে কথা বলার সময় খুব বাজে গন্ধ বের হয়। মুখ থেকে বাজে গন্ধ বেরোচ্ছে এটা শুনতে কারওরই ভালো লাগার কথা না। আর যাঁর মুখে গন্ধ হচ্ছে তাঁকে তা বলাটা সম্ভবত আরও কঠিন কাজ। তখন ইচ্ছা করে সেখান থেকে উঠে যেতে, কিন্তু এমন একটা অবস্থা যে তা করা যায় না আর তাই বসে বসে এই দুর্গন্ধ সহ্য করতে হয়। তাই কিভাবে মুখের বাজে গন্ধ দূর করা যায় তার উপায় সমূহ আলোচনা করা হলঃ
যেসব উপায়ে মুখের বাজে গন্ধ দূর করা যায় তা হলঃ
প্রচুর পানি পান করাঃ
পানি শূন্যতায় ভুগলেও মুখে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা থাকে। প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন। এটি আপনাকে আর্দ্র রাখতে সাহায্য করবে এবং মুখের বাজে গন্ধ দূর করবে।
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
ব্রাশ করাঃ
প্রতিদিন কমপক্ষে দুই বার ব্রাশ করুন। ব্রাশ করার মানে এই নয় যে কেবল দাঁতই ব্রাশ করবেন। জিহ্বাও ব্রাশ করা জরুরি। জিহ্বার জন্যও মনোযোগ প্রয়োজন। ব্যাকটেরিয়া জিহ্বাতেও বৃদ্ধি পায়। এতে মুখে দুর্গন্ধ হয়।
লেবুর ব্যবহারঃ
প্রতি দিন রাতে গুমানোর আগে এবং ঘুম থেকে উঠার পর, এক গ্রাস গরম পানিতে লেবুর রস মিশিয়ে কুলি করলে মুখের বাজে গন্ধ দূর করা যায়।
চা পান করাঃ
চা পান করার মাধ্যমে ও মুখের গন্ধ দূর করা যায়। কারন চায়ে থাকা এন্টিব্যাক্টেরিয়াল যা কিনা ব্যক্টেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। ফলে মুখের গন্ধ দূর হয়।
ধূমপান না করাঃ
যারা ধুমপান করে তাদের মুখ থেকে এমনিতেই এক ধরনের বাজে গন্ধ পাওয়া যায়। তাই যারা ধূমপান করেন তারা ধূমপান না করার চেষ্টা করুন এতে অনেকটাই গন্ধ দূর হবে।
কফি খাওয়া কমানঃ
কফি বা ক্যাফেইন কম খাওয়ার চেষ্টা করুন। কারণ এটি মুখের মধ্যে গন্ধ সৃষ্টি করে।
তাজা ফলমূল খাওয়াঃ
আপেল, পেয়ারা, গাজর ও আনারস। এই ফলগুলো দাঁতে আটকে থাকা খাদ্য কণা বের করে আনে। তাই এই ফল বেশি খেলে মুখের দুর্গন্ধ কম হয়।
চুইঙ্গাম খাওয়ার মাধ্যমে গন্ধ দূর করাঃ
চুইঙ্গাম চিবাতে পারেন কারণ এটি মুখের ভিতরের অংশকে আদ্র রেখে মুখের গন্ধ দূরিকরনে সাহায্য করে।
দই খেতে পারেনঃ
দই খাওয়া মাধ্যমে মুখের বাজে গন্ধ দূর করা যায়। এটি মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে মুখের বাজে গন্ধ দূর করে।
মন্তব্যসমূহ