আপনি হয়ত অফিসে কিংবা বাসায় ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করে থাকেন। এতে আপনার ইন্টারনেট মোবাইল ফোনের জন্য ইন্টারনেট নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। অথচ যখন আপনি অফিসে কিংবা বাসায় কোথাও থাকেন না তখন আপনার মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে হয়। বাংলাদেশে মোবাইল ফোনের জন্য ইন্টারনেট সেবাদানকারী হিসেবে মোবাইল ফোন অপারেটর একমাত্র ভরসা। তাই তাদের ২জি বা থ্রিজি ইন্টারনেট প্যাকেজ গুলো আপনার জন্য দরকারী। কিভাবে আপনার মাসিক ইন্টারনেট প্ল্যান নির্বাচন করবেন? তা নিয়েই আজকের আলোচনা। আসুন জেনে নিই।
মাসিক ইন্টারনেট প্ল্যান নির্বাচন করতে থ্রিজি ডাটা প্যাকেজ
ইন্টারনেট সার্ভিস সেবাদানকারী মোবাইল ফোন অপারেটরদের সবাই থ্রিজি ডাটা প্যাকেজ সুবিধা দিচ্ছে। তাদের একেক টি সুবিধা অন্যান্য সুবিধা থেকে ভিন্ন। মূল্য কাছাকাছি। আসুন দেখি কার কী অবস্থা। সেখান থেকেই আমাদের সুবিধা মত নির্বাচন করে নেয়া যাবে।
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
বাংলালিংক থ্রিজি মাসিক ডাটা প্যাকেজ সমূহ (পোষ্ট পেইড গ্রাহকদের জন্য) মাসিক ইন্টারনেট প্ল্যান করার আগে দেখে নিন-
- ৩০০মেগাবাইট এর মূল্য ৯৯টাকা
- ৬০০মেগাবাইট এর মূল্য ১৫০টাকা
- ১.৫গিগাবাইট এর মূল্য ২৭৫টাকা
- ২গিগাবাইট এর মূল্য ৩৫০টাকা
- ৪গিগাবাইট এর মূল্য ৫০০টাকা
- ৮গিগাবাইট এর মূল্য ৯০০টাকা
- ১৫গিগাবাইট এর মূল্য ১৫০০টাকা
বাংলালিংক থ্রিজি মাসিক ডাটা প্যাকেজ সমূহ (প্রি পেইড গ্রাহকদের জন্য)
- ৩০০মেগাবাইট এর মূল্য ১১৯টাকা (২০০মেগাবাইট সোশ্যাল প্যাক)
- ১.০গিগাবাইট এর মূল্য ২০৯টাকা
- ২গিগাবাইট রেগুলার+ ১গিগাবাইট (রাতে) এর মূল্য ৩৪৯টাকা
- ৫গিগাবাইট এর মূল্য ৪৯৯টাকা
- ২৫গিগাবাইট এর মূল্য ১৭৯৯টাকা
- ১৫গিগাবাইট এর মূল্য ১৫০০টাকা
গ্রামীন ফোনের থ্রিজি মাসিক ডাটা প্যাকেজ সমূহ (প্রিপেইড এবং পোষ্টপেইড গ্রাহকের জন্য) মাসিক ইন্টারনেট প্ল্যান করার আগে দেখে নিন-
৫০০ এমবি
১.৫ জিবি
২.৫ জিবি
৪ জিবি
৮ জিবি
২০ জিবি
মিডি প্ল্যান
মেগা প্ল্যান
রবি থ্রিজি মাসিক ডাটা প্যাকেজ সমূহ (প্রিপেইড এবং পোষ্টপেইড গ্রাহকের জন্য) মাসিক ইন্টারনেট প্ল্যান করার আগে দেখে নিন-
৩০০ এমবি
পরিমাণ: ৩০০ এমবি
রিচার্জের পরিমাণ: N/A
মেয়াদ: ২৮দিন
অটো-রিনিউ: হ্যাঁ
ইউএসএসডি কোড: *৮৪৪৪*২৫০#
কার্যকর: প্রিপেইড/পোস্টপেইড
মূল্য (ভ্যাট,এসডি ও এসসি সহ) : ৯১.৩১ টাকা
৬০০ এমবি
পরিমাণ: ৬০০ এমবি
রিচার্জের পরিমাণ: N/A
মেয়াদ: ২৮দিন
অটো-রিনিউ: হ্যাঁ
ইউএসএসডি কোড: *৮৪৪৪*০৬০০#
কার্যকর: প্রিপেইড/পোস্টপেইড
ইউএসএসডি প্রযোজ্য: প্রিপেইড/পোস্টপেইড
মূল্য (ভ্যাট,এসডি ও এসসি সহ) :১৭০.৪৫ টাকা
১ জিবি
পরিমাণ: ১ জিবি
রিচার্জের পরিমাণ: ২০৯ (টাকা)
মেয়াদ: ২৮দিন
অটো-রিনিউ: হ্যাঁ
ইউএসএসডি কোড: *৮৪৪৪*৫০০#
কার্যকর: প্রিপেইড/পোস্টপেইড
ইউএসএসডি প্রযোজ্য: প্রিপেইড/পোস্টপেইড
ইজিলোড প্রযোজ্য: প্রিপেইড
মূল্য (ভ্যাট,এসডি ও এসসি সহ) :২১৩.০৬ টাকা
২ জিবি
পরিমাণ: ২ জিবি
রিচার্জের পরিমাণ: N/A
মেয়াদ: ৩০দিন
অটো-রিনিউ: হ্যাঁ
ইউএসএসডি কোড: *৮৪৪৪*২১৫০#
কার্যকর: প্রিপেইড/পোস্টপেইড
অন্যান্য: ১০২৪ এমবি (২৪ ঘন্টা)+১০২৪ এমবি(রাত ১টা-বিকাল ৪ টা)
ইউএসএসডি প্রযোজ্য: প্রিপেইড/পোস্টপেইড
মূল্য (ভ্যাট,এসডি ও এসসি সহ) : ১৮২.৬৩ টাকা
২ জিবি
পরিমাণ: ২ জিবি
রিচার্জের পরিমাণ: ৩১৬ (টাকা)
মেয়াদ: ২৮দিন
অটো-রিনিউ: হ্যাঁ
ইউএসএসডি কোড: *৮৪৪৪*৮৫#
কার্যকর: প্রিপেইড/পোস্টপেইড
ইউএসএসডি প্রযোজ্য: প্রিপেইড/পোস্টপেইড
ইজিলোড প্রযোজ্য: প্রিপেইড
মূল্য (ভ্যাট,এসডি ও এসসি সহ) :৩২২.১৫ টাকা
৩ জিবি
পরিমাণ: ৩ জিবি
রিচার্জের পরিমাণ: ৪৪৯ (টাকা)
মেয়াদ: ২৮দিন
অটো-রিনিউ: হ্যাঁ
ইউএসএসডি কোড: *৮৪৪৪*৯২#
কার্যকর: প্রিপেইড/পোস্টপেইড
ইউএসএসডি প্রযোজ্য: প্রিপেইড/পোস্টপেইড
ইজিলোড প্রযোজ্য: প্রিপেইড
মূল্য (ভ্যাট,এসডি ও এসসি সহ) :৪৫৯ টাকা
৪৬০৮ এমবি
পরিমাণ: ৪৬০৮ এমবি
রিচার্জের পরিমাণ: ৫৯৬ (টাকা)
মেয়াদ: ২৮দিন
অটো-রিনিউ: হ্যাঁ
ইউএসএসডি কোড: *৮৪৪৪*৪০০০#
কার্যকর: প্রিপেইড/পোস্টপেইড
ইউএসএসডি প্রযোজ্য: প্রিপেইড/পোস্টপেইড
ইজিলোড প্রযোজ্য: প্রিপেইড
মূল্য (ভ্যাট,এসডি ও এসসি সহ) :৬০৭.৫৩ টাকা
মনে রাখুন- উপরের যে সকল ডাটা প্যাকেজে ভ্যাট, এসডি ও এসসি যুক্ত করা হয় নি সেসব প্যাকেজে এসব বাংলাদেশ সরকার নির্ধারিত হারে যুক্ত হবে।
মাসিক ইন্টারনেট প্ল্যান নির্বাচন করতে ২জি ডাটা প্যাকেজ
অত্যন্ত ধীর গতির ইন্টারনেট হচ্ছে ২জি ডাটা প্যাকেজ। তবু এর দাম কম হওয়ায় আপনি আপনার বাজেট প্ল্যানের সাথে মিলিয়ে নিতে পারেন। ২জি ডাটা প্যাকেজ গুলোর জন্য একেক মোবাইল ফোন অপারেটর একেক দর দাম ঠিক করেছেন। আমরা শুধু মাসিক প্যাকেজগুলো নিয়েই নিজেদের মাসিক ইন্টারনেট প্ল্যান নির্বাচনের চেষ্টা করবো।
বাংলালিংক, গ্রামীন, রবি এবং এয়ারটেল ২জিঃ এখন এই সার্ভিসটি বন্ধ আছে। তারা শুধুমাত্র থ্রিজি সার্ভিস দিচ্ছে। থ্রিজি নিয়ে থ্রিজি ডাটা প্যাকেজ এ আলোচনা করা হয়েছে।
মন্তব্যসমূহ