ব্যাবসায়ীক প্রয়োজনে নানান কাজে বিজনেজ প্রোফাইল লেখা লাগে। প্রচার এবং প্রসারের জন্য এখন অনলাইন একটি বড় গুরুত্বপূর্ন জায়গা। তাই অনলাইন বিজনেস প্রোফাইল লেখা প্রয়োজন। আসুন কিভাবে অনলাইন বিজনেস প্রোফাইল লিখতে হয় তা দেখি।
বিজনেস প্রোফাইল লেখার জন্য সাধারন তথ্যগুলো হাতে নিন
কোম্পানীর সাধারন তথ্য যেমন কোম্পানীর নাম, এড্রেস, যোগাযোগের মাধ্যম- ফোন, ইমেইল, সোশ্যাল মিডিয়া লিংক, ফ্যাক্স ইত্যাদি। এসব তথ্য নেয়ার পাশাপাশি কোম্পানীর সার্ভিস এবং এর বিভিন্ন টীমের সদস্য সংখ্যা হতে নিন।
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
একটি টেমপ্লেট বা নিজস্ব ফরমেট দিয়ে বিজনেস প্রোফাইল লেখা শুরু করুন
সব কিছুতেই একটা নিজস্ব ফরমেট থাকে। বিজনেজ প্রোফাইল লিখা শুরু করার আগে ফরমেট নির্ধারন করুন। অনলাইন বিজনেস প্রোফাইলের তৈরী করার সময় একটি ওয়েব টেমপ্লেট বা থীম সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে খুব ভাল মানের ওয়েব টেমপ্লেট যেমন ওয়ার্ডপ্রেস বা জুমলা কিংবা ধ্রুপাল মার্কেটপ্লেস থেকে ভাল মানের একটি টেমপ্লেট কিনে নিতে পারেন। ফ্রী ভার্সনও আছে যা দিয়ে শুরু করা যেতে পারে। প্রোফাইল সহজেই যেন পড়া যায়।
শুধু মাত্র সেসব তথ্য দিন যা দেখে আপনার ক্লায়েন্ট কিংবা বাজারে সুনাম বাড়ে
এটা একটা গুরুত্বপূর্ন ব্যপার। কোন বিষয় শেয়ার করবেন আর কোন বিষয় শেয়ার করবেন না। এর জন্য সহজ সাজেশন্স হচ্ছে, শুধু সেসব তথ্য দিন যা আপনার ব্যবসায়ীক পরিসরে কোম্পানী বা সার্ভিসকে গুরুত্বপূর্ন মনে হয়। প্রারম্ভিক মূলধন সাধারনত বিজনেস পাবলিক প্রোফাইলে দরকার নেই কিন্তু ব্যাংক বা সরকারী প্রতিষ্ঠানের জন্য আবার এটা খুবই দরকারী এবং কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক দিতে হয়। যেহেতু আপনি অনলাইন প্রোফাইল লেখা শুরু করছেন তাতে এটা পাবলিক প্রোফাইল হিসেবেই গন্য হচ্ছে। ভেবে চিন্তে আপনাকে তথ্য প্রদান করতে হবে।
বিজনেস প্রোফাইল লেখা শুরুর আগে প্রতিযোগীদের প্রোফাইল পড়ুন
যে কোন কিছু করার আগে একটা যাছাইবাছাই করে নিতে হয়। এক্ষেত্রে অনলাইনে প্রায় সব কোম্পানীরই একটা বিজনেস প্রোফাইল পাওয়া যাবে। আপনিও নিজের বিজনেস ক্যাটাগরীতে যারা আছে তাদের বিজনেস প্রোফাইল পড়ুন এবং নিজের জন্য একটি বিজনেস প্রোফাইল লেখা শুরু করুন। এতে নিজের কোম্পানীকে সাজানো কিংবা আলোচনায় আনার জন্য যথেষ্ট আইডিয়া পাবেন।
ভাল বিজনেস প্রোফাইল লেখা দিয়ে বুঝিয়ে দিন কেন এই কোম্পানী সবচেয়ে ভাল
এটা আরেকটি চ্যালেঞ্জ। আপনি যদি বুঝাতে সক্ষম হন যে আপনার কোম্পানী সবচেয়ে ভাল, একই সার্ভিস প্রদান করে এমন সব কোম্পানী থেকে আপনার কোম্পানীতে ক্লায়েন্ট বেশী ঝুঁকবে। পাশাপাশি আপনাকে অবশ্যই সার্ভিস ভাল দিতে হবে।
এছাড়াও অনেক তথ্য একটি বিজনেস প্রোফাইলকে অনেক বেশি ভিন্নতা এনে দিতে পারে।যেমন কোম্পানীর ভবিষ্যত পরিকল্পনা, আপকামিং প্রোডাক্ট ইত্যাদি।
মন্তব্যসমূহ