আজকের খবরের কাগজ পড়েছেন নিশ্চয়। #রাজনৈতিক নেতা-নেত্রীদের সম্পদ বৃদ্ধি এবং সব শেষে অর্থ মন্ত্রীর বক্তব্য ছিল ‘স্বাভাবিক, হতেই পারে, ক্ষমতায় থাকলে আয় বাড়া(!) সম্ভব’।
বিরক্ত হবেন নিশ্চয়, এর সাথে আবার সুখী জীবনের সম্পর্ক কী? আছে। একটু ভাবুন, অনেক টাকাওয়ালা মানুষের দুদন্ড সুখ নেই, বাঁচার জন্য তার নিতে হয় হাজারো নিরাপত্তা। এটাকে নিশ্চয় শুখ বলবেন না। তবে আপনি নিশ্চয় এতক্ষনে এই সুখ নিয়ে জানার চরম আগ্রহ ব্যক্ত করেছেন।
অনেক আগে হয়ত আপনি পড়েছেন, একজন সুখী মানুষের সন্ধানে বের হওয়া মোড়লের লোকেরা সুখী মানুষ খুঝেই পায় নি, তবে শেষ পর্যন্ত একজন মানুষ পেয়েছেন যার কোন দুঃখ ছিল না। যখন সেই ব্যক্তিটিকে সুখী মানুষ হিসেবে কাউন্ট করে তার জামাটি মোড়লের জন্য চাওয়া হল- তখন-ই জানা গেল অই লোকের জামা-ই ছিলো না। হা হা হা, বিষয়টি কি মজার নয়?
আমরা অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে টাকা আর বিত্ত কোনোটাই সুখের মাপ কাঠী নয়। #সুখ এমন একটি অনুভুতির নাম যা সকলেই স্বাধ সমেত অনুভব কিংবা উপভোগ করতে পারেন না। সুখের ভোগ কিংবা অনুভবের জন্য সবার আগে যেটা দরকার তা হলো একটি ইন্দ্রীয়। এই মজার ইন্দ্রীয়টি অনেকেই ব্যবহার করেছেন নানান ধরনের ড্রাগস আর হাভিজাবিতে। তাই সেই ইন্দ্রীয় আসলেই সুখ পেয়েছেন কিনা আমার সেটা জানা নেই। তবে আমি গ্যারান্টি দিতে পারি, আপনার একটি সতেজ ইন্দ্রীয় আপনার সুখানুভুতি ফিরিয়ে দিতে পারে।
মনের ব্যাপারটি না বললে এই লেখাটি কার্যত বিফল হবে। মন আর মানুষের বোধ ক্ষমতা তার মাঝে সুখকে পরিচালনা করতে পারে। অনেকের সহস্র আকাংখ্যা পুর্ন হয় কিন্তু তিনি সুখ পেয়েছেন বলে স্বীকার করেন না। কারন তিনি মন দিয়ে সেটা উপলব্ধি না করে কেবল ভোগ করে গেছেন। যিনি খাদক তার কাছে স্বাদ বিষয়টি মুখ্য নয়। যিনি খাদক নন তবে সাধক তিনিই কেবল স্বাধ বুঝতে পারেন। বাকীরা পারেন না। তাই সাধক হবার চেষ্টা করে দেখা যেতে পারে।
সুখ নিয়ে মানুষের জানার কোন শেষ নেই। আগ্রহের শেষ নেই। তাই যুগে এই সুখের জন্য হয়েছে হাজারো #যুদ্ধ বিগ্রহ, শান্তি বাস্তবায়নের জন্য করা হয়েছে সংঘ। তবু সুখ নেই কারো মনে। এর চেয়ে বড় শাস্তি আর নেই বুঝি।
গানে গানে গায়ক গায়িকারা বহুবার এই সুখের সন্ধ্যান করেছেন, আমারে দেবে কি সুখ তুমি নিরজনে সখা …
কিন্তু মজার আরো একটি বিষয় আছে, বিত্ত , অর্থ এসব একে অন্যকে দিতে পারেন কিন্তু সুখ নয়। তার মুলে আছে মন, ইন্দ্রীয় আর অনুভুতির চরম সম্পৃক্ততা। এটা যদি হয় কারো সাথে কেউ সাংঘর্ষিক তবেই সুখের ডানা মেলে উড়ে চলে যাবার সম্ভাবনা থাকে।
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
মন্তব্যসমূহ