ল্যাপটপ ব্যবহার ও কেনার ক্ষেত্রে সহজে প্রাপ্যতা একটি বড় বিষয়। তাই কিভাবে একটি ভাল মানের ল্যাপটপ আপনি কিনতে পারবেন তা এখানে বিস্তারিত লিখার চেষ্টা করছি। আসুন জানি কিভাবে ল্যাপটপ কিনবেন যাচাই বাচাই করে?
ব্যাবহার এবং কাজের সময় এই দুই বিষয়ের উপর নির্ভর করে আপনি কেমন কনফিগারের ল্যাপটপ কিনবেন তা বাচাই করা যায়। যদি সাধারন ব্যবহার হয়ে থাকে তবে সাধারন কনফিগারের ল্যাপটপ কিনলেই আপনি চালিয়ে যেতে পারবেন।
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
লাইট ইউজার এবং হেভি ইউজার এই দুই ক্যাটাগরীতে ভাগ করা যেতে পারে। তবে বর্তমানে গেইম ইউজার নামে আরো একটি ইউজার আছে। এছাড়া সার্ভার এবং অন্যান্য কাজের জন্য ও ক্যাটাগরী করা যেতে পারে।
আপনি কম্পিউটারের (উইন্ডোজের ক্ষেত্রে) স্টার্ট মেনু + R চেপে রান feild চালু করুন। সেখানে msinfo32.exe লিখে ওপেন করুন। তবেই আপনি সিষ্টেম সম্পর্কে সকল ডিটেইলস পেয়ে যাবেন।
সাধারন ইউজারদের জন্য ল্যাপটপ যাচাই বাচাই
প্রসেসরঃ- ডুয়াল কোর হলেই হবে, তবে এর উপরে যে কোন ভার্সন হলে ভাল স্পীড পাওয়া যাবে।
র্যামঃ -সাধারন যে কোন ল্যাপটপে দুই বা চার জিবি র্যাম থাকে। এটাই যথেষ্ট।
গ্রাফিক্সঃ গ্রাফিক্স মেমোরী আসলে নির্ভর করে ভিডিও কোয়ালিটি কেমন হবে। তাই এটা আপনার পচন্দ অনুযায়ী নিতে পারেন। তবে ১২৮মেগাবাইটের উপরেই এখন বিল্ট-ইন গ্রাফিক্স থাকে এর বেশি চাইলে নিতে পারেন, তেমন আবশ্যক নয়।
ওয়েবক্যামঃ ভিডিও কলের সুবিধার জন্য আপনি ভাল মানের ক্যাম নিতে পারেন।
এ্যডভান্সড ইউজারদের জন্য ল্যাপটপ যাচাই বাচাই
যারা অনেক কাজ করেন, উচ্চ গতির পিসি তাদের কাজের সহায়ক। এই সকল লোকেদের সবচে লেটেস্ট কোন স্পীডি এবং সুবিধা যুক্ত। পিসি বা ল্যাপটপ হলে ভাল হয়।
প্রসেসরঃ লেটেস্ট কোর আই ৫ বা তার উপরের ভার্সনের প্রসেসর নিতে পারেন।
র্যামঃ চার গিগাবাইট বা তার চেয়েও বেশি নিয়ে শুরু করতে হবে, এখন হর হামেশাই আট জিবি র্যাম সহ ল্যাপটপ আছে।
ভিডিও এবং গ্রাফিক্সঃ গ্রাফিক্স এর জন্য কম্পিউটারের ব্যবহার ক্ষমতা অনেক বেশি নির্ভর করে। উইন্ডোজ ১০ এর জন্য ন্যুনতম কিছু দরকারী ক্ষমতার মধ্যে রেজ্যুলেশন ডিসপ্লে ৮০০X ৬০০ দরাকার। DirectX9 বা তার চেয়েও লেটেস্ট গ্রাফিক দরকার।
তবে এই সমস্যার সমাধানে দোকানদার অথবা বিপনন কারীর সাহায্য নিলে লোকসান হতে পারে।
মন্তব্যসমূহ