video file to audio file convert by vlc

খুবই সহজ একটা কাজ। অনেকের হাতেই ভালো ভিডিও কনভার্টার আছে। সেগুলো খুব দ্রুত যেকোন একটি ভিডিও ফাইল অডিও ফাইলে কনভার্ট করে দিতে পারে। কিন্তু এমন যদি হয় হাতের কাছে ভাল কোন কনভার্টার পাচ্ছেন না তখন কীভাবে ভিডিও ফাইল কনভার্ট করবেন? এর জন্য খুব সহজ একটি সমাধান হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার(vlc media player) যার সাহায্যে খুব দ্রুত যেকোন ভিডিও ফাইলকে অডিও ফাইলে রুপান্তর করা যায়। এর জন্য ছোট কয়েকটি ধাপ অনুসরন করতে হয়। চলুন দেখি সেগুলো কেমন?

১। আপনার কম্পিউটারে যদি ভিএলসি মিডিয়া প্লেয়ার(vlc media player) না থাকে তবে তা এখান থেকে https://www.videolan.org/vlc/ ডাউনলোড করে নিতে পারেন। এটি সব উইন্ডোজ ভার্সন এ কাজ করে। লিনাক্স(কুবুন্টু, লুবুন্টু, লিনাক্স মিন্ট) এ ডিফল্ট ইনস্টল করাই থাকে।

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

২। এবার ইনস্টল দেয়া ভিএলসি মিডিয়া প্লেয়ার(vlc media player) চালু করুন।

৩। ভিএলসি মিডিয়া প্লেয়ার(vlc media player) এর মেইন মেন্যু থেকে Media ক্লিক করুন। তারপর কনভার্ট/সেইভ এ ক্লিক করুন। কীবোর্ড থেকে Ctrl+R দিতে পারেন।

৪। এরপর + Add… এ ক্লিক করে একটি ভিডিও ফাইল যোক করে নিন।

এড ফাইল

৫। ভিডিও ফাইল যুক্ত করার পর নিচের দিকে কনভার্ট/সেইভ থেকে স্ক্রল করে Convert (Alt+O) ক্লিক করুন।

ফাইল যুক্ত করার স্ক্রীন

৬। আউটপুট ফাইল ফর্মেট সিলেকট করুন। নিচের চিত্রে আমি অডিও এমপি থ্রী(Audio MP3) সিলেক্ট করেছি।

৭। একটা ডেস্টিনেশন পাথ অর্থাৎ ফাইল্ কনভার্ট হবার পর কোথায় সেইভ হবে তার ঠিকানা সিলেক্ট করে দিন। এসময়ে ফাইলের নাম সহ সাথে .MP3 দিয়ে দিন। স্টার্ট এ ক্লিক করুন।

ডেস্টিনেশন পাথ এবং স্টার্ট

৮। নিচের চিত্রে দেখুন ফাইল তৈরী হয়ে গেছে। এখন আপনি চাইলে ফাইল টি যেকোন কাজে ব্যবহার করতে পারবেন।

কনভার্টেড ফাইল

আশাকরি এই ছোট ট্রিক্স আপনার কাজে লাগবে। যারা এই কনভার্ট আগেই জানতেন তাঁরা কাউকে জানানোর জন্য এই লেখাটি শেয়ার করে দিতে পারেন। আমাকে টুইট করুন- @wrsaiful

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন