ফেইসবুক এখনকার মানুষের জীবনে অনেক জায়গা করে নিয়েছে। ফেইসবুক ব্যবহারের পরিমান অনেক বাড়ছে। এর নানান ধরনের অপব্যবহারও বাড়ছে। তাই আপনার ফেইসবুক প্রোফাইল লক করে রাখতে পারেন। এতে যারা শুধুমাত্র আপনার বন্ধু তালিকায়(Facebook Friend List) আছেন তাঁরাই আপনার প্রোফাইল দেখতে পারবেন। এই সুবিধা ফেইসবুক অনেক আগেই চালু করেছে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে ফেইসবুক প্রোফাইল লক করা যায়।
ফেইসবুক প্রোফাইল লক করার পদ্ধতিঃ
প্রোফাইল লক করার জন্য ফেইসবুক থেকেই অপশনটি দেখানো হয়। যদি এই অপশন না দেখতে পান তবে নিচের পদ্ধতি অনুসরন করতে পারেন।
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
১। ফেইসবুক অ্যাপ চালু করুন। তারপর সেটিংগস(Settings) এ যান।
২। সেটিংগস এর সবার নিচের দিকে হেল্প সেন্টার দেখতে পাবেন।
৩। হেল্প সেন্টারে গেলে সার্চ করে দেখতে পারবেন। Lock Profile লিখে সার্চ করুন। এবং How do locked profiles work on Facebook এই লিংক টি তে যান।
৪। এই লিংকে গেলে আপনি পড়ে জানতে পারবেন কিভাবে লক প্রোফাইল কাজ করে। এর নিচের দিকেই পাবেন আপনার প্রোফাইল লক অপশন। চিহ্নিত করে দেখিয়ে দেয়া হয়েছে-
৫। ট্যাপ করার পর আপনি একটি কনফার্মেশন উইন্ডো পাবেন। নিচের মত করে। সেখান থেকে লক প্রোফাইল করলেই আপনার ফেইসবুক প্রোফাইল লক হবে।
এভাবে ফেইসবুক প্রোফাইল লক করা যায়। তবে আপনি চাইলে প্রাইভেসি সেটিংস এর মাধ্যমেও আপনার প্রোফাইল নিয়ন্ত্রন করতে পারেন। যাতে অন্য কেউ আপনার বন্ধু না হলে কোন কিছুই দেখতে না পারে।
ফেইসবুক এ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার রক্ষার জন্য এমন কোন তথ্য বা ছবি পোষ্ট করা কখনি উচিৎ নয়।
নিরাপদ থাকুন, উপভোগ করুন ভালো ফেইসবুক।