আপনি অনেকগুলো ডিভাইস ব্যাবহার করতে পারেন এবং সে ক্ষেত্রে ফাইল অর্গানাইজ রাখাটা খুবই জরুরী। অরগানাইজ না থাকলে দরকারি সময়ে অনেক জরুরী ফাইল খুঁজে পাওয়া যায় না। অনেকেই হয়ত সার্চ অপশনের মাধ্যমে খুঁজে বের করেন। এটা অনেক বেশি কষ্টকর আর অর্গানাইজড পদ্ধতি তো নয়ই। অনেক সময় ব্যাকআপ সিস্টেম ভাল না হলে আপনার ফাইল সংরক্ষন ভেস্তে যাবে। তাই আপনাকে এমন কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে যা আপনার ডাটা/ফাইল, সময়, পরিশ্রম এবং হয়রানি সবটাই সেইভ করবে।
আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব নিম্নলিখিত কিছু বিষয়ের উপর-
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
- কিভাবে আপনার ডিভাইসগুলোর মধ্যে ফাইল/ডাটা সঠিকভাবে গুছিয়ে সংরক্ষন করবেন?
- কিভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আদানপ্রদান করবেন?
- কিভাবে ফাইল সিকুউর বা নিরাপত্তা সরবরাহ করবেন?
- কিভাবে ফাইল ব্যাকআপ রাখবেন?
কিভাবে আপনার ডিভাইসগুলোর মধ্যে ফাইল/ডাটা সঠিকভাবে গুছিয়ে সংরক্ষন করবেন?
একটি ডিভাইসে যখনি আপনি ফাইল সংরক্ষন শুরু করবেন তখনই আপনার কিছু বেসিক ধারনা এবং পরিকল্পনার দরকার যে কিভাবে আপনি শুরু করবেন। হ্যাঁ, আজ সেই শুরুটাই শুরুর দিকে জেনে নিন। একটি ল্যাপটপ বা একটি কম্পিউটারের মধ্যে এক বা একাধিক ড্রাইভ বা কক্ষ থাকতে পারে। সাধারনত এর এর মধ্যেই থাকে এপ্লিকেশনস এবং কোর সফটওয়্যার। এই কোর সফ্টওয়্যার যখন আবার নতুন করে ইনস্টল অথবা আপডেট দিতে হয় তখন সংশ্লিষ্ট ড্রাইভের সকল ডাটা মুছে ফেলে সিস্টেম নিজেই। এটা হয় ফরমেটিং এর কারনে। ডিস্ক ফরমেট একটি সাধারন সিস্টেম কমান্ড যা আগের সফটওয়্যারকে সহজে মুছে ফেলে নতুন এপ্লিকেশন ইনস্টল দেয়। এত কথা বলার কারন হচ্ছে, আপনাকে এই কঠিন সত্যটি মনে রেখে প্ল্যান পরিকল্পনা করতে হবে।
যদি সিস্টেমে একটাই ড্রাইভ হয়ে থাকে তবে তা একাধিক ড্রাইভে ভাগ করুন। প্রত্যেক ড্রাইভে আলাদা টাইপের ডাটা থাকতে পারে নতুবা একটি সম্পূর্ণ আলাদা ড্রাইভেও অনেক গুলো ফোল্ডার করে ডাটা আলাদা করা যেতে পারে।
এই বিষয়ে আপনি আরো জানতে চাইলে ফাইল কিপিং নিয়ে সার্চ করে জেনে নিতে পারেন। একটি কম্পিউটার গুছিয়ে রাখার মাঝেই আপনার কাজের দক্ষতা কমতে বা বাড়তে পারে। আপনি যদি অনেক বেশি দক্ষ আর সব সময় নিজেকে এগিয়ে রাখতে চান তবেই ভুলতে পারবেন না নিজের অর্গানাইজিং ক্ষমতা কাজে লাগানোর ব্যাপারে।
এরকম আরো কিছু নিয়মিত তথ পেতে ইমেইলে যুক্ত হতে পারেন। ইমেইলে যুক্ত হলে আপনি যদি কোন কারনে এই সাইটে নাও আসেন তবু সর্বশেষ তথ্য প্রকাশের খবর আপনার ইনবক্সে পাঠানো হবে। মনে রাখবেন- কিভাবে ইনফো আপনার তথ্য কোন বানিজ্যিক কাজে অন্য কোন পার্টির সাথে বিনিময় করে না। সবচেয়ে বেশি নিরাপদ আর স্পষ্ট ইমেইল নিউজলেটার সহ কিছু ফ্রী ইবুক পেতে পারেন।
আমাদের ইমেইল লিষ্টে যুক্ত হবার জন্য নিচের ফরমে আপনার ইমেইল এড্রেসটি লিখে সাবমিট করুন। আর ফিরতি ইমেইলে আপনি পাবেন একটি কনফার্মেশন লিংক। কনফার্ম করতে ভুলবেন না।
আমাদের লেখা শেয়ার করতে পারেন। এছাড়াও আমাদের লেখকদের সাপোর্ট করতে পারেন।
মন্তব্যসমূহ