মোবাইল ফোন দিয়ে এখন কী না করা যায়? অনেক আগে থেকেই স্মার্ট ফোন দিয়ে ছবি এডিট করে আসছেন অনেকেই। যারা এখনো মোবাইল ফোন এ ছবি এডিট শুরু করেন নি তাঁরা জেনে নিন কোন ছবি এডিট অ্যাপ দিয়ে শুরু করবেন? কিভাবে মোবাইল ফোন এ ছবি এডিট করতে পারেন, ছবি এডিট করার নিয়ম বা সহজ উপায়।
কোন কোন এ্যাপ দিয়ে মোবাইল ফোন এ ছবি এডিট করবেন?
কম করে হলেও কয়েক শ ছবি এডিট করার অ্যাপ আছে গুগল প্লেস্টোরে। এর মধ্যে আপনার যদি কোন নির্দিষ্ট পছন্দ থাকে তবে তো তা দিয়েই করতে পারেন। সবচেয়ে বেশি জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ আছে মোবাইল এ্যাপ হিসেবে। আছে অনলাইন ফটো এডিটিং সাইট। তবে সব কিছু ছাড়িয়ে আজ আপনাদের সামনে আলাপ করছি গুগল দ্বারা তৈরী অ্যাপ Snapseed , তার কারন এটি আমার কাছে মোটামুটি প্রফেশনাল মনে হয়েছে। আপনি এই লিংকে ক্লিক করে Snapseed আপনার ফোনে ইনস্টল করতে পারবেন। মোবাইল ফোনে খুব সহজে ছবি এডিট করার জন্য এই অ্যাপ দিয়েও শুরু করতে পারেন।
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
কেন Snapseed দিয়ে শুরু করবেন?
আসুন জেনে নেয়া যাক এই অ্যাপ দিয়ে শুরু করবেন কেন? অন্য অনেক অ্যাপ থাকতে এই একটা অ্যাপ দিয়ে শুরু করতে হবে কেন? শুরুতেই বলে নিচ্ছি, গুগল এখন পর্যন্ত অনেক অ্যাপ ডেভেলপ করেছে। এর মনে কিছু কিছু তারা তুলেও নিয়েছে। তাই গুগল অ্যাপ মানেই যে সেরা তা কিন্তু নয়। তবে কয়েকটি নির্দিষ্ট কারনে Snapseed আপনি ব্যবহার করতে পারেন।
কী ফিচারঃ
• মোট ২৯টি টুলস এবং ফিল্টার আছে, হীলিং, ব্রাশ, স্ট্রাকচার, এইচডিআর আরো কত কী?
• JPG এবং RAW files খুলে ছবি এডিট করতে পারবেন
• আপনার পার্সোনাল লুকস সংরক্ষন করে রাখতে পারবেন এবং সেটা পরবর্তীতে নতুন ছবিতে ব্যবহার করতে পারবেন।
• নির্দিষ্ট ফিল্টার ব্রাশ
• সব কিছু খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রন করা যায়
এক নজরে টুলসগুলো দেখুনঃ মোবাইলে ছবি এডিট করা কত সহজ হবে
• RAW ডেভেলপঃ - RAW DNG ফাইলগুলি খুলুন এবং তার থেকেই কাজ শুরু করুন; সংরক্ষণ করুন বা JPG হিসাবে export করুন
• Tune image – adjust exposure and color automatically or manually with fine, precise control
• Details – magically brings out surface structures in images
• Crop – crop to standard sizes or freely
• Rotate – rotate by 90°, or straighten a skewed horizon
• Perspective – fix skewed lines and perfect the geometry of horizons or buildings
• White Balance – adjust the colors so that the image looks more natural
• Brush – selectively retouch exposure, saturation, brightness or warmth
• Selective – the renown “Control Point” technology: Position up to 8 points on the image and assign enhancements, the algorithm does the rest magically
• Healing – remove the uninvited neighbor from a group picture
• Vignette – add a soft darkness around the corners like a beautiful, wide-aperture would do
• Text – add both stylized or plain text
• Curves – have precise control over the brightness levels in your photos
• Expand – increase the size of your canvas and fill up the new space in smart ways with content of your image
• Lens Blur – add a beautiful Bokeh to images (background softening), ideal for photographic portraits
• Glamour Glow – add a fine glow to images, great for fashion or portraits
• Tonal Contrast – boost details selectively in the shadows, midtones and highlights
• HDR Scape – bring a stunning look to your images by creating the effect of multiple exposures
• Drama – add a hint of doomsday to your images (6 styles)
• Grunge – an edgy look with strong styles and texture overlays
• Grainy Film – get modern film looks with realistic grain
• Vintage – the style of color film photo from the 50’s, 60’s or 70’s
• Retrolux – go retro with light leaks, scratches, film styles
• Noir – Black and White film looks with realistic grain and the “wash” effect
• Black & White – classic Black and White look straight out of the darkroom
• Frames – add frames with adjustable size
• Double Exposure – blend two photos, choosing from blend modes that are inspired by shooting on film and by digital image processing
• Face Enhance – add focus to the eyes, add face-specific lighting, or smoothen skin
• Face Pose – correct the pose of portraits based on three dimensional models
বিঃদ্রঃ বেশিরভাগ লেখাই টেকনিক্যাল, তাই আর অনুবাদ করা হয় নি। অনেকেই এসব শব্দের বাংলা অনুবাদে অভ্যস্থ নন। সব ফিচার/টুলস গুগল থেকে কপি করে নেওয়া হলো। তথ্য লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.niksoftware.snapseed&hl=en