কেয়ার লেবেল পরিচিতি নিয়ে বিস্তারিত। আপানারা আগেই জেনেছেন কিভাবে একটি ড্রেস অথবা টি-শার্ট পরিষ্কার করতে হয়। এই পরিষ্কার করার জন্যই মুলত দরকার হয় কেয়ার লেবেলের।
নিচে কেয়ার লেবেলে থাকে এমন সব সম্ভাব্য চিত্রসহ বর্ননা দেয়া হলঃ-
কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান
লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন
১ | মেশিন ওয়াশ, (ঠান্ডায়) | ২ |
|
৩ |
|
৪ | হাতে ওয়াশ | ||
৫ |
|
৬ | মেশিন ওয়াশ, (হট ওয়াটার), স্থায়ী প্রেসিং | ৭ | মেশিন ওয়াশ, (হট ওয়াটার), সাধারন প্রেসিং | ৮ | ওয়াশ করা যাবে না | ||
৯ | মেশিন ওয়াশ, (গরম পানি), | ১০ | মেশিন ওয়াশ, (হট ওয়াটার), স্থায়ী প্রেসিং | ১১ | মেশিন ওয়াশ, (হট ওয়াটার), সাধারন প্রেসিং |
অনেক ক্ষেত্রেই ওয়াশের সিম্বলে তাপমাত্রা লেখা থাকে, ৩০, ৩৫, ৪০, ৬০, ৯০, ৯৫ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে এসব তাপমাত্রা মেনে চলতে হয়।
ব্লিচিং ইনফোঃ
যে কোন ব্লীচ করা যাবে। ক্লোরিন, অথবা অন্য কোন অ্যালকালীন ব্লিচ করা যাবে। |
কোন প্রকার ব্লিচ ইউজ করা যাবে না। আপনি দয়াকরে যে কোন ডিটার্জেন্টের গায়ে ব্লিচ এর পরিমান কত তা দেখে ওয়াশ করুন। | ||
ক্লোরিন ব্লিচ করা যাবে না, তবে অন্য নিরাপদ ব্লিচ করা যাবে।যেমন- Clorox 2® |
ক্লোরিন ব্লিচ করতে গেলে কাপড়ের রঙ এবং এর এফিনিটি নষ্ট হতে পারে। তাই যে কোন ব্লিচিং পাঊডার বা ক্লরিন ব্লিচ ইউজের আগে অবশ্যই এই কেয়ার ইনফো লক্ষ্য করতে হবে। নচেৎ ফেব্রিক ছিঁড়ে যাওয়া সহ পুরোপুরি রঙ উঠে যেতে(ষ্ট্রিপড হয়ে যেতে) পারে।
|
|
ড্রাই ক্লীনিং
ড্রাই ক্লীনিং এর সাথে আরো কিছু ব্যবহার হতে পারে যা অপারেটর নিজেই বিবেচনা করবেন। অথবা অন্য কোন এডিশনাল ইনফো ফলো করবেন। | ড্রাই ক্লীনিং করা যাবে না। |
উপরের সিম্বল এর কোন একটি বুঝতে কষ্ট হবার কথা নয়। তার পরেও যদি কোন কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করার জন্য অনুরোধ করছি। এখন থেকে সকল পাঠক আশা করছি এসব দিক বিবেচনা করে ভাল মানের পোষাকের ভাল পরিচর্যা করবেন।
সুত্রঃ লেখক নিজেই একজন প্রফেশনাল বস্র প্রকৌশলী।
মন্তব্যসমূহ