করোনা ভাইরাস কিভাবে ছড়ায়

করোনা ভাইরাস প্রথম দেখা দিয়েছিলো ২০১৯ এর ডিসেম্বরের শেষ দিকে, চীনের উহান নামক নগরে। সেখানে কোন এক প্রানী থেকে এই ভাইরাস সর্ব প্রথম মানব শরীরে প্রবেশ করে। তারপর একজনের থেকে অন্যজনে করে এখন পর্যন্ত ৩৫ লাখেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমন ঘটেছে। মারা গেছেন ২ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। এখনো প্রতিদিন ৫ হাজারের বেশি মানুষ সারা বিশ্বে মৃত্যুবরণ করছে। আসুন দেখি কিভাবে করোনা ভাইরাস ছড়ায়, জেনে নিই।

করোনা ভাইরাস কিভাবে ছড়ায়?

সংক্রমিত মানুষের মাধ্যমে একজনের শরীর থেকে অন্য শরীরে ছড়ায়। তবে এর ছড়ানো বা বিস্তার নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়ে গেছে। করোনা ভাইরাস সাধারনত আক্রান্ত কারো হাঁচি, কাশি, কিংবা স্পর্শ এর মাধ্যমে ছড়ায়। কারো যদি করোনা ভাইরাস সংক্রমন হয় তবে তার মুখ থেকে কিংবা হাসি কাশির সাথে তার হাতে এই ভাইরাস লাগতে পারে। সেই সময়ে তিনি কারো সাথে হাত মেলালে কিংবা হাত দিয়ে কিছু স্পর্শ করলে সেই বস্তু থেকেও করোনা ভাইরাস ছড়ায়। তাই এই ভাইরাস থেকে সুরক্ষা পেতে হলে কিছু সতর্কতা মেনে চলা উচিৎ।

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে কিছু সতর্কতা-

১। করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত বা আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজার রাখা। কমপক্ষে ২ মিটার বলা হয়েছে। যদি সম্ভব হয় আরো বেশি দূরে ওবস্থান করা।

২। যদি আক্রান্ত ব্যাক্তির কাছে যাওয়া আবশ্যিক হয় তবে যথেষ্ট প্রোটেকশন বা শরীর ঢেকে মাস্ক পরে যাওয়া উচিৎ। আক্রান্ত ব্যক্তিকেও কমপক্ষে সার্জারী/মেডিকেল মাস্ক বা দুই বা তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক পরে থাকা উচিৎ।

৩। দরকার না হলে কোন বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন।

৪। নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। ভাল করে হাত ধোয়া অভ্যাস গড়ে তুলুন

৫। অযথা চোখ মুখ কিংবা নাকে হাত দিবেন না। হাত ধোয়া ছাড়া এসব স্থানে হাত দেওয়া উচিৎ নয়।

৬। জামা কাপড় কিংবা শরীর পরিষ্কার রাখুন।

৭। ঘর বাড়ি কিংবা আসবাবপত্রের ময়লা নিয়মিত পরিষ্কার রাখুন।

৮। মানুষের ভীড় পরিহার করুন। নির্দিষ্ট দূরত্বের কথা স্বরন করুন।

৯। এরকম সময়ে গুজব না শুনে সঠিক তথ্য শুনুন। মনীয়ম নীতি মেনে চলুন।

১০। দরকার না হলে ঘরের বাইরে বের হবেন না। করোনা ভাইরাস এখনো দেশে অনেক বেশি পরিমানে সনাক্ত হচ্ছে। অনেকেই হয়ত লক ডাউন শিথিলের সুযোগ নিয়ে বের হবার চেষ্টা করছেন। ভুলেও এমন করবেন না। আগে দেখুন আক্রান্তের সংখ্যা কতটা কমে আসে।

নিজে ভাল থাকার চেষ্টা করুন, আপনার চারপাশের মানুষদের ভাল থাকার জন্য অনুরোধ করতে পারেন।

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন