we-are-hiring-large-kivabe শুন্য পদে নিয়োগ

সুখবর! আমরা নতুন ট্যালেন্ট খুঁজছি। আপনার মতই কেউ হবেন আমাদের টীমের সদস্য। শুন্য পদে নিয়োগ পেতে আবেদন করুন-

শুন্য পদে নিয়োগ পেতে নিচের ফর্ম টি পূরন করুন আর পাঠিয়ে দিন

Error: Contact form not found.

কেন আমাদের সাথে ফুল টাইম চাকুরীতে যোগ দিবেন?
আমরা দিচ্ছি চাকুরীর নানাবিধ সুযোগ আর সুবিধা। আমাদের সাথে থেকে আপনি যা পাবেন তার বেশির ভাগ হচ্ছে কাজে স্বাধীনতা।
ফুল টাইমে কত সময় কাজ করতে হবে?
কাজের জন্য সময় কিংবা সুযোগ সবই আপনার উপর নির্ভর করছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের অফিসিয়াল সময়। আপনি এর বাইরে শুধুমাত্র জরুরী ক্ষেত্রে কাজ করতে পারেন। তবে এই সময়ে আপনার সকল টাস্ক নিয়ে কাজ করা বাঞ্চনীয়। 
আপনি যে কাজে নিজেকে যোগ্য মনে করেন সে পদে আবেদন করতে পারেন। এর জন্য আপনি নিচের প্রশ্নগুলোর আলোকে আপনার কভার লেটার অথবা অনুরোধটি সাজাতে পারেন। আমাদের সাথে কাজ করার জন্য নতুন আইডিয়া একটি অত্যাবশ্যকীয় ব্যপার। তাই আপনার আইডিয়া তুলনা করার জন্য খুব ছোট হলেও একটা আইডিয়া শেয়ার করতে পারেন। আমাদের কমিউনিটির কাজে লাগে এমন কিছুই আপনাকে চিন্তা করতে হবে।
১। আপনার সম্পর্কে কিছু বলুন
২। কেন ‘কিভাবে ইনফো’ আপনাকেই চাকুরীতে নিচ্ছে?
৩।একটি কভার লেটার বিস্তারিত  লিখুন।
৪।আপনার কত বেতন দরকার লিখে জানান।
৫। আপনার সোশ্যাল নেটওয়ার্কের লিংক দিন
৬। আপনার কিছু অভজ্ঞতার উদাহরন দিন
৭। অন্তত একটি নতুন আইডিয়া শেয়ার করুন যা আপনাকে তুলে ধরবে।

আবেদনের জন্য যোগ্যতা?

আপনি  নিজে মনে করেন আপনি যোগ্য এবং যে কোন ভাবেই হোক আমাদের মিশনকে সাকসেস করতে পারবেন, সেটাকেই আমরা  আবেদনের যোগ্যতা হিসেবে নিচ্ছি। আপনার কী অভিজ্ঞতা আছে নেই সে দিকে দেখা হবে না যদি আপনার আইডিয়াটা খুব সুন্দর হয়। তাই দ্বিধা না করে আবেদন করুন। তবে ন্যুনতম যোগ্যতা হিসেবে আপনাকে বাংলায় মোটামুটি ভাল টাইপ জানতে হবে।

অফিস কোথায়?

আমাদের বর্তমানে কোন ওয়ার্ক ষ্টেশন থাকবে না। আপনি যে কোন জায়গা থেকেই কাজ করতে পারবেন। তবে আপনাকে নির্দিষ্ট সময়ে যেন পাওয়া যায়। আপনার জন্য যে সব কাজ বরাদ্ধ তা যেন অসমাপ্ত না থেকে যায় সেটাই হবে আপনার অনুসরনীয় মৌলিক বিষয়।আমরা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখি না আপনি কতটা সময় দিলেন, শুধু খেয়াল রাখি আপনি কতটা কাজ কোয়ালিটি সম্পন্ন দিতে পারলেন।
আশাকরি আপনি আবেদন করছেন, দেখা হচ্ছে নিশ্চয়ই।

Save

Save

Save

Save