লেখা প্রতিযোগীতা

কিভাবে এর পক্ষ থেকে  লেখক এবং লেখা প্রতিযোগীতা এর আয়োজন করা হয়েছে। লেখা প্রতিযোগীতা যে মুল লক্ষ্য হাতে নিয়ে কাজ করছে তা হলো ক্রিয়েটিভ লেখকের সংখ্যা বৃদ্ধি করা এবং বাঙ্গালী জাতীয়তার সাংকৃতিক বিকাশ ঘটানো।বাংলাদেশের যে কোন প্রান্তের যে কোন স্বনামধন্য লেখক কিংবা নব্য লেখক এই লেখা প্রতিযোগীতার সাথে যুক্ত হতে পারবেন। যে সকল বিষয় সমূহ নিয়ে লেখা যাবে তা নিন্মরূপ-

  • টিউটোরিয়াল
  • কল্প কাহিনী
  • লাইফ স্টাইল
  • ক্যারিয়ার গাইড
  • গবেষনামুলক
  • বৈজ্ঞানীক চিন্তা ভাবনা
  • পরামর্শ
  • পারিবারিক সমস্যার সমাধান
  • প্রেমের বিভিন্ন দিক
  • গান , ছড়া, কবিতা, সিনেমা বিষয়ক সুচিন্তিত আইডিয়া
  • সমসাময়ীক
  • রান্না
  • সামাজিক রীতিনীতি
  • রাজনীতি
  • ধর্ম
  • পড়াশোনা
  • অর্থনীতি
  • কম্পিউটার
  • স্বাস্থ্য, চিকিৎসা
  • ঔষধ

তাছাড়া অন্য যে কোন গঠন মূলক লেখা যদি খুব দক্ষতার পরিচয় বহন করে তবে তা এই  লেখা প্রতিযোগীতায় অন্তর্ভুক্ত করা যেতে পারে।

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

450x1000 bangla

যে সকল বিষয়ে লেখা যাবে নাঃ

  • পর্নোগ্রাফী
  • মিথ্যা কিংবা অযৌক্তিক
  • ধর্মীয় অবমাননাকর
  • অন্যের লেখা কপি করা যাবে না
  • কোন ব্যক্তি বা ব্যবসা বা গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করা যাবে না।

এছাড়াও প্রতিযোগীকে কিভাবে ইনফো এর নীয়মাবলী সঠিক ভাবে পালন করতে হবে। আপনি কিভাবে লেখক নির্দেশনা দেখতে পারেন।

সময় কালঃ


সময় পুরো মাস জুড়ে লেখা গ্রহন করা হবে। মাসের শেষ দিন রাত বারোটার পরের লেখা এই মাসের লেখা প্রতিযোগীতায় অন্তর্ভুক্ত করা হবে না। তাই  লেখা জমা দিতে হবে রাত সাড়ে এগারোটার মধ্যেই। তবে আমরা এর পরের লেখাকে পরবর্তী মাসের প্রতিযোগীতার জন্য কাউন্ট করব।

ফলাফলের তারিখঃ


আমাদের নির্ধারিত ফলাফলের  তারিখ থাকছে প্রতি মাসের দশ তারিখ। এই তারিখের মধ্যে যে কোন দিন ফলাফল ঘোষনা করা হবে। প্রতি মাসের প্রতিযোগীতা শুরু হবে এক তারিখে, ফলাফল পরবর্তী মাসের দশ তারিখের মধ্যে যে কোন একদিন।

লেখা প্রতিযোগীতা বিজয়ী নির্বাচন

বেশ কিছু  নীয়মের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে তা হল – ২০% নম্বর থাকবে সোস্যাল শেয়ারিং এবং কমেন্ট  এর উপর। অর্থাৎ ফেইসবুক লাইক কিংবা অন্যান্য  শেয়ার যার যত বেশি সে তত এগিয়ে থাকবে। আর ৮০% নম্বর থাকবে তথ্য এবং লেখার মানের উপর। ভাল মানের লেখা হলে কিংবা ভাল মানের কমেন্টস থাকলে  নম্বরের পুরোটাই পাওয়া সম্ভব। এভাবেই নির্বাচিত হবেন সেরা লেখক এবং সেরা লেখা।  একই মাসে যদি মাসের বেশিরভাগ লেখা একই লেখকের হয় এবং তার মাঝে একটি সেরা লেখা হয় তবে তিনি সেরা লেখক পুরষ্কার পাবেন । সাথে একটি সেরা লেখা পুরষ্কার থাকছেই। অর্থাৎ তিনি দুইটি পুরষ্কার পাবেন।

কোন মাসে যদি কোন লেখক প্রতিযোগীতায় অংশ না নেয় তবে সে মাসের কোন ফলাফল থাকবে না।

লেখা প্রতিযোগীতা ও কিছু শর্তঃ

লেখক কে অবশ্যই আমাদের ফেইসবুক ফেইজের ফ্যান হতে হবে।

সতর্কতাঃ  নিজে  নিজের লেখা শেয়ার করতে পারবেন। কিন্তু নিজে সোশ্যাল শেয়ার স্প্যাম করলে কিংবা সেরকম কোন প্রয়োগের চেষ্টায় যদি ধরা পড়ে তবে সেই লেখক প্রতিযোগীতায় অযোগ্য বলে গন্য হবেন।

কেবলমাত্র সেসব লেখা প্রতিযোগীতায় স্থান পাবে যা অন্য কোন সাইটে পাবলিশ করা হয় নি।  লেখা প্রতিযোগীতা জিততে আজই লিখতে শুরু করুন।Save

Save

এরকম আরো তথ্য যুক্ত করতে আমাদের সাথে যোগ দিন

মন্তব্যসমূহ

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন