কীবোর্ড শর্টকাট

যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের অনেকেই কীবোর্ড শর্টকাট টিপস জেনেছেন। বেশিরভাগ মানুষই জানেন কিভাবে কম্পিউটারের কীবোর্ড শর্টকাট ব্যাবহার করে অনেক দ্রুত কাজ সম্পাদন করা যায়। আজ তার ধারাবাহিকতায় একটি ডকুমেন্টেশন তৈরী করার চেষ্টা করছি। এই ডকুমেন্টেশন নতুন কম্পিউটার ব্যবহারকারীদের কাজে লাগবে বলে আমার ধারনা।

কীবোর্ড শর্টকাট বলতে বুঝায় কম্পিউটারকে কীবোর্ডের মাধ্যমে কোন নির্দেশ প্রদান করে যে কোন কাজ সম্পাদন করা। কম্পিউটার আবিষ্কারের পর যখন কোন মাউস ছিলো না তখন কীবোর্ড শর্টকাট বা কমান্ড দিয়েই কাজ করা হতো। এখনো ডস অথবা লিনাক্স অপারেটিং এর জন্য কীবোর্ড কমান্ডের প্রতি নির্ভর করতে হয়। এটা অনেকটাই কঠিন তবে খুব দ্রুত কাজ করে। কঠিন এজন্যই যে কমান্ডগুলো মনে রাখতে হয়। এত কমান্ড মনে রাখা সাধারন ইউজারদের জন্য সহজ নয়। তাই ধীরে ধীরে কীবোর্ড কমান্ড এর ব্যবহার কমিয়ে দেয়া হচ্ছে।  তারপরেও যেসব কীবোর্ড কমান্ড বা কীবোর্ড শর্টকাট কখনোই বিলুপ্ত হবে না সেগুলো নিয়ে নিচে আলোচনা করছি।

কিভাবে ইনফো এ লিখুন লেখক হয়ে সবাইকে কিছু তথ্য জানান

লেখালেখি করে আপনি জিততে পারেন আকর্ষনীয় পুরষ্কার! বিস্তারিত দেখুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমঃ Windows 10

কীবোর্ড শর্টকাট কাজ সম্পাদনের বিবরন
Ctrl + X সিলেক্টেড আইটেম কেটে বা বাদ দিতে ব্যবহার হয়।
Ctrl + C (or Ctrl + Insert) (কপি)সিলেক্টেড আইটেম উইন্ডোজ সিস্টেমে কপি করার জন্য এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করতে হয়।
Ctrl + V (or Shift + Insert) (পেস্ট)ঃ কোন টেক্সট বা ফাইল কপি করার পর তা কোথাও দেখানোর জন্য  পেস্ট করতে হয়। কপি পেস্ট কীবোর্ড শর্টকাট দু’টি একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। কপি না করলে পেস্ট কাজ করে না।
Ctrl + Z যে কোন কমান্ডের আগের অবস্থানে ফিরে যেতে পারবেন
Alt + Tab  চালু অবস্থায় সব প্রোগ্রামের মধ্যে কার্সর পরিবর্তন করতে, অর্থাৎ আপনি যদি ওয়ার্ড এবং মজিলা চালু করে রাখেন তবে ওয়ার্ড থেকে মজিলায় যাবার জন্য এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারেন।
Alt + F4 যে কোন চালু প্রোগ্রাম বা অ্যাপ থেকে বের হওয়া বা বন্ধ করার জন্য এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করতে হয়।
Windows logo key  + L আপনার কম্পিউটার লক করার জন্য এই কমান্ড দিতে হয়।
Windows logo key  + D ডেস্কটপ দেখানোর জন্য এবং লুকিয়ে ফেলার জন্য এই কীবোর্ড শর্টকাট দিতে হয়।
F2 যে কোন সিলেক্টেড আইটেম এর নাম পরিবর্তনের জন্য এই কীবোর্ড শর্টকাট ব্যবহৃত হয়।
F3 ফাইল এক্সপ্লোরারে কোন আইটেম অনুসন্ধানের জন্য এর ব্যবহার করতে হয়।
F4 ফাইল এক্সপ্লোরারে আইটেম পাওয়া গেলে তার লিংক দেখানো
F5 বর্তমান উইন্ডো রিফ্রেশ করা
F6 Cycle through screen elements in a window or on the desktop
F10 অ্যাপ এর মেন্যু বার একটিভ করা
Alt + F8 পাসওয়ার্ড ফর্মে লিখিত পাসওয়ার্ড দেখার জন্য এই কমান্ড
Alt + Esc Cycle through items in the order in which they were opened
Alt + underlined letter যে কোন প্রোগ্রামে কোন নির্দিষ্ট কাজের জন্য যেভাবে নির্দেশ অথবা মেন্যুতে আন্ডারলাইন করা থাকে।
Alt + Enter সিলেকটেড আইটেম এর ফিচার দেখার জন্য
Alt + Spacebar শর্টকাট মেন্যু ওপেন করা যায়, বর্তমানে যে উইন্ডো এক্টিভ আছে তার
Alt + Left arrow পিছনে যেতে
Alt + Right arrow সামনের দিকে এগোতে
Alt + Page Up একটি স্ক্রীন উপরের দিকে নিতে
Alt + Page Down স্ক্রীন নিচের দিকে নামাতে
Ctrl + F4 চালু থাকা যে কোন কিছু বন্ধ করতে (কোন অ্যাপস যদি ফুল স্ক্রীন থাকে তবে তা স্বাভাবিক স্ক্রীন সাইজ হবে, এজন্য দুইবার কমান্ড দিতে হয়।)
Ctrl + A বর্তমান উইন্ডো’র সবকিছু সিলেক্ট বা নির্বাচন করতে।
Ctrl + D (or Delete) সিলেক্টেড লেখা মুছে ফলতে বা কোন আইটেমকে রিসাইকল বিনে ফেলতে এই শর্টকাট।
Ctrl + R (or F5) বর্তমান উইন্ডো রিফ্রেশ করা
Ctrl + Y পরের একশনটি যা আগে করা হয়েছিলো,
Ctrl + Right arrow কার্সর ডান দিকে সরিয়ে নিতে
Ctrl + Left arrow কার্সর বাম দিকে সরিয়ে নিতে
Ctrl + Down arrow কার্সর
Ctrl + Up arrow Move the cursor to the beginning of the previous paragraph
Ctrl + Alt + Tab Use the arrow keys to switch between all open apps
Ctrl + Alt + Shift + arrow keys When a group or tile is in focus on the Start menu, move it in the direction specified
Ctrl + arrow key (to move to an item) + Spacebar Select multiple individual items in a window or on the desktop
Ctrl + Shift with an arrow key Select a block of text
Ctrl + Esc Open Start
Ctrl + Shift + Esc Open Task Manager
Ctrl + Shift Switch the keyboard layout when multiple keyboard layouts are available
Ctrl + Spacebar Turn the Chinese input method editor (IME) on or off
Shift + F10 Display the shortcut menu for the selected item
Shift with any arrow key Select more than one item in a window or on the desktop, or select text in a document
Shift + Delete Delete the selected item without moving it to the Recycle Bin first
Right arrow Open the next menu to the right, or open a submenu
Left arrow Open the next menu to the left, or close a submenu
Esc Stop or leave the current task

মন্তব্যসমূহ

জনপ্রিয় হচ্ছে

নিবন্ধন

লগিন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের সম্পর্কে

কিভাবে ইনফো - Kivabe Info

কিভাবে ডট ইনফো একটি বাংলা তথ্য শেয়ারিং সাইট। এএখানে আপনি নিজে যেমন জানতে পারবেন তেমনি চাইলে সবাইকে জানাতেও পারবেন।

সোশ্যাল মিডিয়া

যোগাযোগের জন্য

© কিভাবে ইনফো - Kivabe Info 2013-2022

Developed by: Behostweb.com

আপনি আমাদের সাথে একমত হয়ে এই ওয়েবসাইট ভিজিট করছেন, এর মানে আপনি আমাদের কুঁকি পলিসি গ্রহন করেছেন। পড়ুন প্রাইভেসি পলিসি . সব কুঁকি মেনে নিন